Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ৩০, ২০২৪
Your Image

মুক্তির ছাড়পত্র পেল বঙ্গবন্ধুর বায়োপিক

‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির পোস্টার

বিনা কর্তনে ছাড়পত্র পেল বঙ্গবন্ধুর জীবনীর উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’।

শ্যাম বেনেগাল পরিচালিত ছবিটিকে ৩১ জুলাই আনকাট সেন্সর দেয়া হয়।ভারত- বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত সিনেমাটি  ভারতেও ছাড়পত্র পাওয়ার পথে  রয়েছে বলে জানা গেছে। ১ আগস্ট  তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ গণমাধ্যমে  খবরটির সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশের ৬০ ভাগ ও ভারতের ৪০ ভাগ অর্থায়নে নির্মিত  চলচ্চিত্রটির শুটিং  বাংলাদেশে ২০১৯ সালের মার্চে শুরু হওয়ার  কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ সালের জানুয়ারিতে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়।

বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট তৈরি করে মুম্বাইয়ের দাদা সাহেব ফিল্ম সিটি, গোরেগাঁও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি জায়গায় চলচ্চিত্রটির  দৃশ্যধারণ করা হয়।

অতুল তিওয়ারি ও শামা জায়েদির লেখা ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে প্রায় দেড় শতাধিক চরিত্রের উপর ভিত্তি করে নির্মিত বায়োপিকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের আরিফিন শুভ।

এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে  নুসরাত ফারিয়া (শেখ হাসিনা),নুসরাত ইমরোজ তিশা (ফজিলাতুন নেছা মুজিব),খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (রেনুর ছোটবেলার চরিত্র), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (হোসেন শহীদ সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), এলিনা (বেগম খালেদা জিয়া) ও জায়েদ খান (টিক্কা খান) এর মত তারকারা।

বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক বায়োপিকটির শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়ে  একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়।

 চলচ্চিত্রটির প্রথম পোস্টার ২০২৩ সালের  ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রকাশ করা হয়। ২০২৩ সালের  ৩ মে দ্বিতীয় পোস্টার প্রকাশ করার পর  ১৯ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে  ছবিটির ট্রেলার মুক্তি দেওয়া  হয়।

তাহলে কবে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি?

২০২৩ সালে দুই প্রতিবেশী রাষ্ট্রে একযোগে  মুক্তির পরিকল্পনা থাকলেও রিলিজের সঠিক তারিখ এখনো জানা যায়নি।

 ৩১ জুলাই বঙ্গবন্ধুর বায়োপিকটি ছাড়াও  ১ আগস্ট  ‘বঙ্গ মাতা’ নামে আরেকটি সিনেমা সেন্সর পেয়েছে  বলে সেন্সর বোর্ডের সদস্য কাজী  হায়াতের বরাতে জানা গেছে। 


Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আশা ভোঁসলের প্রতি সোনু ভক্তিপ্রকাশ করলেন যেভাবে

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের পা ধুয়ে দিয়ে সম্প্রতি সম্মান প্রদর্শন করেছেন গায়ক সোনু নিগাম। মুহূর্তের…

ভিকির পরিচালনায় আসছে রহস্যময় নাদিয়া-ফারিণ

দীর্ঘদিন পরে ওটিটি প্ল্যাটফরম বিঞ্জ-তে শর্টফিল্ম নিয়ে ফিরছেন নির্মাতা ভিকি জাহেদ। ‘একটি খোলা জানালা’ শিরোনামের…
0
Share