‘মিশন ইম্পসিবল ’এর জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন টম ক্রুজ? এই প্রশ্ন অনেকেরই মনে। আর তা হলো মাত্র ১২-১৪ মিলিয়ন ইউএস ডলার!
সাধারণত তিনি অনেক বেশিই পারিশ্রমিক নিয়ে থাকেন। কিন্তু করোনার কারণে ‘মিশন ইম্পসিবল-ডেড রিনোকিং পার্ট ওয়ান’-এর বাজেট ২৯ মিলিয়ন থেকে বেড়ে ২৯০ মিলিয়ন ইউএস ডলারে চলে যায়। তাই ছবিটির দুইটি ইনস্টলমেন্টের জন্য নিজের পারিশ্রমিক কমানোর সিদ্ধান্ত নেন এই অ্যাকশন তারকা।
তবে প্রযোজকদের পকেটের কথা চিন্তা করে নিজের পারিশ্রমিক কমালেও অভিনেতাকে খুব বেশি লোকসানের সম্মুখীন হতে হবে না।
বিভিন্ন পত্রপত্রিকার বরাতে জানা গেছে,ছবিটির লভ্যাংশ থেকে কিছু অংশ পেতে যাচ্ছেন মার্কিন তারকা।
১২ জুলাই মুক্তিপ্রাপ্ত ছবিটি প্রথম দিনে প্রায় ১৬ মিলিয়ন ইউএস ডলারের ব্যবসা করেছে বলে জানা গেছে।