গত ৪ এপ্রিল গৃহকর্মীকে মারধরের অভিযোগে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় জিডি করেছিলেন তার গৃহকর্মী পিংকি আক্তার। সেই জিডির পরিপ্রেক্ষিতে দেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয় এই সংবাদ। গণমাধ্যমে প্রকাশিত সেইসব সংবাদ একপাক্ষিক ও মিডিয়া ট্রায়াল বলে ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন চিত্রনায়িকা পরিমনি।
গত ৬ এপ্রিল দিবাগত রাতে ২১ মিনিটের ফেসবুক লাইভে নানান অভিযোগের ফাঁকে পরিমনি বলেন, অভিযোগ আসার পরে সেটা প্রমাণিত না হওয়ার আগে একপাক্ষিকভাবে দোষারোপ করে মিডিয়া ট্রায়ালের স্বীকার হয়েছেন পরিমনি। দেশের স্বনামধন্য বেশকিছু গণমাধ্যমের দিকে আঙ্গুল তোলেন পরিমনি। তিনি অভিযোগ করেন গণমাধ্যমে বলা হয়েছে পরিমনিকে ফোন,টেক্সট, হোয়াটস অ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি তাতে সাড়া দেননি। কিন্তু পরিমনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
পরিমনি মিডিয়ার দিকে প্রশ্ন ছুঁড়ে বলেছেন, থানায় করা অভিযোগ তার বিরুদ্ধে ষড়যন্ত্রও হতে পারে এবং তা খতিয়ে দেখেনি গণমাধ্যমগুলো। জেলে থাকাকালীন পরিমনির নামে বিভিন্ন রসালো শিরোনামেরও সমালোচনা করেন এই অভিনেত্রী।
মিডিয়ার প্রতি বন্ধুত্বসুলভ উপদেশ দিয়ে পরিমনি বলেন, মিডিয়া ট্রায়াল বন্ধ করেন। মিডিয়াকে সাপোর্টিভ হওয়ার জন্যও অনুরোধ করেন এই অভিনেত্রী। লাইভের এক পর্যায়ে গণমাধ্যমকে উদ্দেশ্য করে অবন্ধুসুলভ ও আবেগমথিত রাগান্বিত স্বরেও বেশকিছু কথা বলেন পরিমনি।
লাইভের শুরুতে এবং শেষে অভিনেত্রী তার বাসার কাজের সাহায্যকারিদের প্রসঙ্গে বলেন, ওরাই তার পরিবার। ওরাই তাকে বাঁচিয়ে রেখেছে। তাকে খাওয়ায়, কাজে পাঠায়, খারাপ লাগা সময়গুলোতে আগলিয়ে রাখে , প্রচন্ড বিষাদে পাশে থাকে।