বলিউডের চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান ও সাজিদ খানের মা মেনকা ইরানি মা’রা গেছেন। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২৬ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেনকা ইরানি। তার মৃ’ত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন কমল আর খান।
১২ জুলাই ছিল ফারাহ’র মায়ের জন্মদিন ছিল। সেদিন এই নির্মাতা তার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়েছিলেন তার মায়ের প্রতি। তিনি জানিয়েছিলেন, কীভাবে মা-ই তার শক্তির উৎস।
ফারাহ ইংরেজিতে লিখেছিলেন, ‘আমরা সবাই নিজেদের মাকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়ে ফেলি, বিশেষ করে আমি। এই গত মাসে আমি বুঝতে পারলাম মা মেনকাকে আমি কতটা ভালোবাসি। আমার দেখা সবচেয়ে শক্তিশালী, সাহসী ব্যক্তি। এতগুলো অপারেশন করার পরেও সেন্স অফ হিউমার অব্যাহত।’
নির্মাতা যোগ করেন, ‘শুভ জন্মদিন মা! আজ বাড়ি ফিরে আসার (হাসপাতাল থেকে) জন্য একটি ভালো দিন। আমার সঙ্গে আবার লড়াই শুরু করার জন্য তুমি যথেষ্ট শক্তিশালী। আমি জানি তুমি পারবে। সেই দিনের অপেক্ষা করছি। আমি তোমাকে ভালোবাসি।’
পোস্টটি দেয়ার দুই সপ্তাহের মাঝেই মাকে হারালেন তিনি।
প্রসঙ্গত, মেনকা ছিলেন ডেইজি ইরানি ও হানি ইরানির বোন। ফারাহ ও সাজিদের মা হিসেবে তাকে সবাই চিনলেও তার আরও একটি পরিচয় হলো- তিনি একজন অভিনেত্রীও। ১৯৬৩ সালে মুক্তিপ্রাপ্ত সেলিম খানের ‘বচপন’ সিনেমায় অভিনয়ও করেছিলেন তিনি। তবে খুব বেশিদিন পর্দায় দেখা যায়নি তাকে। খুব অল্প বয়সেই বিয়ে করেছিলেন তিনি।