১৭ মে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুরের মা। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে মায়ের চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পীর বোন মেহুলি গোস্বামী ঠাকুর।
সোশ্যাল মিডিয়া পোস্টে মেহুলি লেখেন, ‘শিকল ছিঁড়ে গেছে…অবশেষে কষ্টের অবসান…। বেলা ২টা বেজে ১০ মিনিটে মা স্থির হয়ে গেছে।’
চলতি বছরের এপ্রিলের শেষে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মোনালির মাকে। কাজ করছিল না কিডনি, চলছিল ডায়ালাইসিস। চার দিন আগে নেওয়া হয়েছিল লাইফ সাপোর্টে। তবে বুধবার (১৫ মে) চিকিৎসকদের শেষ জবাবের খবর নিজের ইনস্টাগ্রামে সবাইকে জানিয়েছিলেন মোনালি।
বুকফাটা যন্ত্রণার কথা জানিয়ে ভারতের জাতীয় পুরস্কারজয়ী গায়িকা লিখেছিলেন, ‘কীভাবে সামলাবো এই পরিস্থিতি, মা? কীভাবে এই শূন্যতা, এই যন্ত্রণা দূর হবে? মনে হয় মা ক্লান্ত, কিংবা নয়। কিন্তু এটাই সময়, আর আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। মায়ের লাইফ সাপোর্ট সরিয়ে দেওয়ার…।’
এর মাঝেই ১৬ মে বৃহস্পতিবার কলকাতা থেকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে শো করতে আসেন মোনালি। কনসার্টের মাঝেই কবিগুরু রবীন্দ্রনাথের কালজয়ী গান ‘তুমি রবে নীরবে, হৃদয়ে মম’ গানটি কাঁপা কণ্ঠে মাকে উতসর্গ করেন তিনি।