আসলেই কি মা হচ্ছেন দীপিকা? এমন প্রশ্ন ভেসে বেড়াচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। রণবীর-দীপিকা জুটির নীরবতায় একপক্ষ এই খবরকে কেবল গুঞ্জন বলে মেনে নিলেও, ২৯ ফেব্রুয়ারি, চার বছর পর পর আসা বিশেষ দিনে মা হবার সুখবর দিলেন দীপিকা পাড়ুকোন নিজেই।
২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন দীপিকা। সেখানে দেখা যায় শিশুদের পোশাক, জুতো, খেলনা এবং বেলুনের মাঝে লেখা ‘সেপ্টেম্বর ২০২৪’।
এই পোস্ট দেখে কারো বুঝতে বাকি নেই চলতি বছরের সেপ্টেম্বরেই দীপবীর জুটির ঘর আলো করে আসছে তাদের প্রথম সন্তান। দীপিকার এই পোস্টটি কয়েক মিনিটের মধ্যে লাখ লাখ ভিউ হয়েছে এবং কমেন্ট পেয়েছে। সেলিব্রিটিরাও তাদের অভিনন্দন জানাচ্ছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। পাঁচ বছরের দাম্পত্যের পর জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।