ঘোষণা আসার পর থেকেই চরকির ‘মিনিস্ট্রি অফ লাভ’-এর সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ পরিণত হয় চর্চার কেন্দ্রবিন্দুতে। কারণ ছবিটিতে প্রথমবারের মত সহধর্মিণী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সাথে ক্যামেরার সামনে অভিনেতা হয়ে ধরা দিয়েছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। এবার আরও একবার শিরোনামে এলো এই ছবিটি। তবে এবারের শিরোনামের কারণ তিশা-ফারুকী নয়, শিরোনামে তাদের মেয়ে ইলহাম নুসরাত ফারুকী।
প্রকাশিত হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার প্রথম গান- ‘জোছনার ফুল’। এই গানেই প্রথমবারের মতো স্পেশাল অ্যাপিয়ারেন্স দিয়েছে ছোট্ট ইলহাম। চরকির অফিশিয়াল পেইজ থেকে গানটি প্রকাশ করা হলে তা নিজেদের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করেন তিশা-ফারুকীও।
তিশা গানটি শেয়ার করে তার পোস্টের ক্যাপশনে লিখেন, “একজন মায়ের চিঠি তার সন্তানের কাছে। এসে গেছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছবির প্রথম গান। গানটা ইলহামের জন্য।”
আর ফারুকী তার শেয়ার করা পোস্টের ক্যাপশনে লিখেন, “আমি জানি না আমার অনুভূতি গুছাইয়া লিখতে পারবো কিনা। কিন্তু এই গানটা আমাদের জন্য আজীবন একটা বিশেষ কিছু হয়ে থাকবে। আমাদের ইলহামের প্রথম কোনো প্রফেশনাল কাজে অ্যাপিয়ারেন্স এই মিউজিক ভিডিওতে।” তিনি আরও যোগ করেন, “এই গানটা আপাত দৃষ্টিতে ইলহামের জন্য লেখা তার মায়ের চিঠি। কিন্তু বৃহৎ অর্থে এটা সব কন্যাদের জন্যই মায়ের চিঠি।”
‘জোছনার ফুল’ গানের কথা লিখেছেন শারমিন সুলতানা সুমি। যৌথভাবে এর সুর করেছেন পাভেল আরিন ও সুমি। এছাড়া গানটির সংগীতায়োজনও করেছেন আরিন।
উল্লেখ্য, কয়েকদিন আগেই প্রকাশ করা হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার ট্রেইলার। যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ফারুকী ও তিশা। খুব শীঘ্রই চরকির ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের একটি সিনেমা হিসেবে মুক্তি পাবে এটি।