৭ জানুয়ারি ছিল বলিউডের অভিনেত্রী বিপাশা বসুর জন্মদিন। কন্যা ও স্বামীকে নিয়ে তিনি বিশেষ দিনটি পালন করেছেন মালদ্বীপে গিয়ে। আনন্দঘন মুহূর্তের ছবিও অভিনেত্রী পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। একদিকে যখন এই বঙ্গকন্যার পোস্ট করা ছবি দেখে শুভ কামনা জানিয়েছেন অনেক ভক্ত ও অনুরাগী, অপরদিকে কয়েকজন আবার প্রশ্ন তুলেছেন নাগরিক হিসেবে বিপাশার দায়িত্ব নিয়ে!
বিপাশার ছবিতে একজন লিখেছেন, “দয়া করে মালদ্বীপ বয়কট করুন। একজন সচেতন নাগরিক হয়ে উঠুন এবং আপনার নিজের দেশে কী ঘটছে তা জানুন।” মন্তব্যের ঘরে আরেকজন বিপাশাকে ‘জাতীয়তাবাদের বিরোধী’ বলে কটাক্ষ করে লিখেছেন, “ফ্রি-তে ঘুরতে যাওয়ার সুযোগ পেয়ে চলে গেছে মালদ্বীপ”।
কিন্তু মালদ্বীপে গিয়েছেন বলে কেন এমন কটাক্ষের শিকার হতে হচ্ছে বিপাশাকে?
মূলত ভারতীয় পর্যটকরা মালদ্বীপকে বয়কট করেছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে ‘বয়কট মালদ্বীপ’ হ্যাশট্যাগ। মালদ্বীপ বয়কটের ডাক এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরের পর থেকে। সেই সফরকে কেন্দ্র করে ভারত ও মালদ্বীপের মধ্যে বর্তমানে কূটনৈতিক সংঘাত চরমে। নরেন্দ্র মোদির সাম্প্রতিক লাক্ষাদ্বীর সফর নিয়ে মালদ্বীপের তিন মন্ত্রীর বিদ্বেষমূলক মন্তব্যের জেরে ঝড় উঠেছে নেটপাড়ায়।
এরই মাঝে বিপাশা মালদ্বীপে ছুটি কাটাতে যাওয়ায় তিনিও কয়েকজন নেটিজেনের সমালোচনার তোপের মুখে পড়েছেন। যদিও কটাক্ষের চেয়ে অনুরাগীদের শুভ কামনাই অভিনেত্রীর পোস্টে বেশি লক্ষণীয়।
প্রসঙ্গত, বিপাশার স্বামী ও অভিনেতা করন সিং গ্রোভার অভিনীত ‘ফাইটার’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে জানুয়ারি মাসের ২৫ তারিখ। যে সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউডের গ্রিক গড হৃতিক রোশন ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ব্যস্ত শিডিউলের ফাঁকেই মালদ্বীপের মনোরম পরিবেশে স্ত্রীর জন্মদিন পালন করছেন তিনি।