বছর পাঁচেক আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। একমাত্র মেয়েকে নিয়ে সেখানেই বসবাস করছেন। নিজেকে যুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায়।
মাস দুয়েক আগে জানিয়েছিলেন, চলতি বছরের শেষ দিকে বিয়ের পিঁড়িতে বসবেন। তবে বছর শেষ না হতেই বিয়ের কাজ সম্পন্ন করে নিয়েছেন পিয়া। তাঁর ইনস্টাগ্রাম থেকে জানা গেছে, ২৬ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডলে স্বামীর সঙ্গে বিয়ের বেশ কিছু ছবি ও ভিডিও ক্লিপ শেয়ার করেছেন এই অভিনেত্রী। তবে তার স্বামীর পরিচয় সম্পর্কে কিছুই জানাননি। নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।
লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে শোবিজে নাম লেখান পিয়া বিপাশা। এরপর বিজ্ঞাপনচিত্রে কাজ শুরু করেন। ২০১৩ সালে ‘দ্বিতীয় মাত্রা’ নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন। ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায়ও অভিষেক ঘটে তার।
এরপর ‘রাজনীতি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। ছবিটি থেকে বাদ পড়েন পিয়া। সেই ছবিতে পরে অপু বিশ্বাস অভিনয় করেন। বাংলাদেশ ছাড়ার আগে পিয়া বিপাশার সংসারেও বিচ্ছেদ ঘটে। সেই সংসারে আছে একটি কন্যাসন্তান।