অভিনেত্রী গুলশান আরা আহমেদ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার ১৫ এপ্রিল ভোর ৬টা ৪০ মিনিটে মৃত্যু হয়েছে তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি। পোস্ট করে তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অমি আরও লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।’
এছাড়াও অভিনেত্রীর মেয়ে জাকিয়া রেজওয়ানা গণমাধ্যমকে বলেন, ‘চার দিন ধরে মা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কাল রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সকালে ডাক্তার মৃত ঘোষণা করেন।’
ব্রাহ্মণবাড়িয়ায় বাদ আসর জানাজা শেষে মায়ের কবরের পাশে গুলশান আরা আহমেদকে দাফন করা হবে বলে জানিয়েছেন জাকিয়া। জানা যায় হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিউর হয়েছিল মরহুমার।
২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। এরপর এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম সিনেমায় পা রাখেন। গুলশান আরা ‘হৃদয়ের কথা’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন।
এছাড়াও গুলশান আরা কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এ অভিনয় করেন। সেখানে জিয়াউল হক পলাশের কাবিলা চরিত্রের মা ‘পলি চেয়ারম্যান’ চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় হন। এ ছাড়া মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক ‘সিটি লাইফ’সহ অসংখ্য নাটক ও ধারাবাহিকে দেখা গেছে তাকে।