৮ মে মারা গেছেন তরুণ প্রযোজক মাসুদুল মাহমুদ রূহান। রাজধানীর হাজারীবাগের নিজ বাসা থেকে রূহানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাজারীবাগ পুলিশ। প্রযোজকের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা শ্যামল শিশির।
আনুমানিক রাত ১১ টার দিকে নিজের রুমের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মেলে রূহানের নিথর দে’হ। ঘনিষ্ঠজনদের মতে খুব সম্প্রতি বিবাহ বিচ্ছেদের পর থেকেই হতাশায় ভুগছিলেন রূহান।
তার হঠাৎ চলে যাওয়ায় শোক প্রকাশ করেছে তার সহকর্মী-বন্ধুরা। সোশ্যাল মিডিয়ায় হাসিখুশি রূহানের একটি ছোট ভিডিও শেয়ার করে অভিনেতা শ্যামল মাওলা লিখেছেন, ‘এই হাসি আর কখনো ও হাসবে না… ওপারে দেখা হবে রূহান।’
ঘনিষ্ঠজনদের মতে খুব সম্প্রতি বিবাহ বিচ্ছেদের পর থেকেই হতাশায় ভুগছিলেন রূহান।
প্রযোজকের ম’রদে’হ উদ্ধারকারী ও হাজারীবাগ থানার এসআই জানিয়েছেন, ‘গত দু’মাস যাবত পূর্ব রায়েরবাজারের একটি মেসে থাকতে শুরু করেন প্রযোজক মাসুদুল মাহমুদ রূহান। শুটিংয়ের কারণে দেশের বিভিন্ন জায়গায় তার আসা-যাওয়া ছিল। যখন ঢাকায় ফিরতেন তখন ওই মেসে গিয়ে থাকতেন। তার রুমমেট বুধবার (৮ মে ) রাত ১১টার দিকে মেসে ফিরে দেখেন ফ্যানের সাথে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন রূহান। সাথে সাথেই তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন। খবর পেয়ে রাতেই ম’র’দে’হ উদ্ধার করি আমরা।’
উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় ‘রেডরাম’ ওয়েবফিল্মের প্রযোজনা করেছেন রূহান। এ ছাড়া ‘পুনর্জন্ম’, ‘চম্পা হাউজ’, ‘শুক্লপক্ষ’, ‘দ্য সাইলেন্স’, ‘আরারাত’র মতো নির্মাতা ভিকি জাহেদের অধিকাংশ জনপ্রিয় নাটক-সিরিজের নির্বাহী প্রযোজক ছিলেন তিনি।