মারা গেছেন মার্কিন অভিনেত্রী বারবারা ফুলার। যিনি ‘ওয়ান ম্যান’স ফ্যামিলি’ও ‘অ্যাডভেঞ্চারস অব সুপারম্যানের’ ধারাবাহিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছিলেন।
১৫ মে ফুলার মৃত্যুবরণ করলেও খবরটি প্রকাশ্যে এসেছে সম্প্রতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর।
সংবাদমাধ্যম পিপলের তথ্যানুযায়ী, অভিনেত্রী ফুলারের মৃ’ত্যুর খবরটি জানিয়েছেন তাকে দেখাশোনার দায়িত্বে থাকা জে. পি. স্লোয়েন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লেখেন, ‘বারবারা ফুলার একজন পরিপূর্ণ মানুষ ছিলেন এবং চলতি বছরের ২৯ জুলাই ১০৩ বছর বয়স হতো তার। তাকে দীর্ঘ সময় ধরে কাছে পেয়ে সত্যিই ধন্য ছিলাম আমি। কিন্তু তাকে এখন খুব মিস করব।’
উল্লেখ্য যে, দীর্ঘ ১৪ বছর ফুলার অভিনয় করেছেন ‘ওয়ান ম্যান’স ফ্যামিলি’ নাটকে। টেলিভিশনের পাশপাশি তাকে বড় পর্দায় অভিনয় করতেও দেখা গেছে তাকে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে আছে ‘ফ্লেম অব ইয়ুথ’, ‘আলিয়াস দ্য চ্যাম্প’, ‘দ্য সেভেজ হোর্ড’, ‘লোনলি হার্ট’ ইত্যাদি। এছাড়াও ‘স্টেট ট্রুপার’, ‘দ্য মিলিয়নেয়ার’, ‘মাই থ্রি সনস’, ‘ইউএস মার্শাল’, ‘পেরি ম্যাসন’, ‘ল্যাসি’ ও ‘ড্যানিয়েল বুন’ ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী ফুলার।