ক্যানসারের কাছে হার মেনে ২০ মে দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত অভিনেতা উদয়শঙ্কর পাল। অভিনেতার চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক অনীক দত্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
সোশ্যাল মিডিয়া পোস্টে নির্মাতা অনীক দত্ত লেখেন, ‘আমার প্রথম ছবি থেকে শুরু করে প্রায় সব ছবিতেই উনি (উদয়শঙ্কর পাল) ছিলেন। কেবল শেষ ছবি ছাড়া যেটা এখনও ডাবিং করা হয়নি। আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ক্যানসারের সাথে এই লড়াই হেরে গেলাম আমরা।’
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে আরেক নির্মাতা অভিজিৎ পাল জানিয়েছেন, ‘আজ (২০ মে) সন্ধ্যা ৬টা ১৫ নাগাদ উনি (উদয়শঙ্কর পাল) চলে গেলেন। চিকিৎসা চলছিল। দীর্ঘদিনের একটা লড়াই আমরা লড়েছি। সন্দীপ রায়, অনীক দত্ত, লগ্নজিতা, দেবলীনা দত্তসহ অনেকেই তার পাশে ছিলেন। এ ছাড়াও বহুমানুষ আমাদের ফেসবুক থেকে পোস্ট দেখে যে যেমন পেরেছেন সাহায্য করেছেন। তবুও শেষ রক্ষা হয়নি।’
পরিবার সূত্রে জানা যায়, উদয়শঙ্কর ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে বেশ কয়েক মাস থেকে অসুস্থ ছিলেন। ক্যানসারের তৃতীয় ধাপে পৌঁছে গিয়েছিল, অসুস্থতার কারণে মাঝে মধ্যে জ্ঞানও হারিয়ে ফেলতেন তিনি।
প্রসঙ্গত, জীবনকালে উদয়শঙ্কর ছিলেন অবিবাহিত। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে- ‘রয়েল বেঙ্গল রহস্য’, ‘চতুষ্কোণ’, ‘প্রফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘শজারুর কাঁটা’।