হলিউড কিংবদন্তি জেনা রোল্যান্ডস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
ইউএসএ টুডে’র তথ্যানুযায়ী, জেনার মৃ’ত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে ও পরিচালক নিক ক্যাসাভেটসের একজন প্রতিনিধি। যদিও মৃ’ত্যুর কারণ নিয়ে বিস্তারিত জানানো হয়নি।
জেনার মৃত্যু হয়েছে ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসে অবস্থিত তার নিজ বাড়িতে। সেই সময় অভিনেত্রীর পরিবারের সদস্যরা সেখানেই উপস্থিত ছিলেন বলে জানা গেছে সংবাদ মাধ্যম টিএমজেড-এর রিপোর্ট থেকে।
মৃত্যুকালে জেনা রেখে গেছেন তার অভিনেতা-পরিচালক সন্তান নিক, আলেকজান্দ্রা এবং জো ক্যাসাভেটসকে।
প্রসঙ্গত, ‘দ্য নোটবুক’ সিনেমায় নোয়া ও অ্যালে চরিত্র দুটি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন অভিনেতা রায়ান গসলিং ও অভিনেত্রী র্যাচেল ম্যাকঅ্যাডাম্স। আর বৃদ্ধ অ্যালে হয়ে যিনি পর্দায় ধরা দিয়েছেন তিনি হলেন জেনা রোল্যান্ডস।
জেনার পরিচয় কেবল ‘দ্য নোটবুক’ ছবিতেই সীমাবদ্ধ নয়। হলিউডের ইতিহাসে তিনি একজন কালজয়ী অভিনেত্রী। ছয় দশকেরও বেশি সময়ের অভিনয় জীবনে তিনি দাপটের সাথে অভিনয় করেছেন চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশনে। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তার অর্জনের ঝুলিতে আছে একাডেমি পুরস্কারের মত সম্মান। তিনি আরও অর্জন করেছেন চারটি এমি পুরস্কার ও দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার।
১৯৫৪ সালের ৯ এপ্রিল জেনা বিয়ে করেছিলেন প্রয়াত পরিচালক এবং স্বাধীন চলচ্চিত্রের পথপ্রদর্শক জন ক্যাসাভেটিসকে। অভিনেত্রী তার স্বামী পরিচালিত ১০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘আ ওম্যান আন্ডার দি ইনফ্লুয়েন্স’, ‘গ্লোরিয়া’, ‘ওপেনিং নাইট’ ইত্যাদি।