‘ডিজিটালি মারা গিয়ে’ আবারো আলোচনায় ভারতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। কিন্তু মানুষ আবার ডিজিটালি মারা যায় কি করে?
মূলত তসলিমা নাসরিনের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে তাকে ‘মৃত’ হিসেবে দেখাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। লেখিকার প্রোফাইলে ঢুকলেই লেখা আসছে ‘রিমেম্বারিং তসলিমা নাসরিন’। এমন লেখা শুধুমাত্র মৃত ব্যক্তিদের প্রোফাইলেই দেখিয়ে থাকে ফেসবুক। তাহলে কি আসলেই মা’রা গেছেন নাসরিন?
না! আসলে বেঁচে থেকেও ফেসবুকের কাছে মৃত হিসেবে চিহ্নিত হয়েছেন তিনি। এ যেন এক বিরল ঘটনারই সম্মুখীন হতে হলো তসলিমা নাসরিনকে।
জানা গেছে, ২১ অক্টোবর থেকে নাসরিনের অ্যাকাউন্টটি এমন ‘রিমেম্বারিং’ দেখাচ্ছে। ‘রিমেম্বারিং তসলিমা নাসরিন’ কথাটির পাশাপাশি লেখিকার প্রোফাইলে ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক আরো লেখা হয়েছে, ‘আমরা আশা করি যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’
হঠাৎ এমন ‘রিমেম্বারিং’ শব্দ দেখে প্রথমে চিন্তায় পড়ে গিয়েছিলেন নেটিজেনরা। কারণ, ফেসবুক প্রোফাইল ‘রিমেম্বারিং’ করারও নিয়ম আছে। কোনো প্রোফাইল ‘রিমেম্বারিং’ করতে হলে ফেসবুক কর্তৃপক্ষকে আবেদন করতে হয়। তারপর এই আবেদনের ভিত্তিতে তথ্য যাচাই-বাছাই করে থাকে ফেসবুক কর্তৃপক্ষ। যাচাই-বাছাই করার পরই কোনো আইডি ‘রিমেম্বারিং’ করে তারা।
তাহলে নাসরিনের আইডির সাথে এমন হলো কি করে? এই বিষয়ে এখনো স্পষ্টত কিছু জানা যায়নি। তবে লেখিকার আইডিটি এখনো একটিভ রয়েছে।
এদিকে তসলিমা নাসরিনের আইডি ‘রিমেম্বারিং’ হওয়ার ঘটনা নাকি এবারই প্রথম নয়। ২০২২ সালে আরও একবার তার অ্যাকাউন্ট রিমেম্বারিং হয়েছিল। সেসময় আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পোস্ট করে তিনি জানিয়েছিলেন, জীবিত আছেন তিনি। কিন্তু এবার এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো বার্তা দেননি লেখিকা।
ফেসবুক থেকে নাসরিনকে মৃত ঘোষণা দেওয়ার বিষয়টি নেটিজেনদেরকে ব্যাপক আনন্দের খোরাক জুগিয়েছে। তাইতো বর্তমানে নেটিজেনদের নিউজ ফিডে ভেসে বেড়াচ্ছে এ লেখিকার ফেসবুক অ্যাকাউন্টের ‘রিমেম্বারিং’ লেখা স্ক্রিন শট।