৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে নিজ বাসায় বর্ষীয়ান টালিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী অভিনেত্রী হেলেনা লিউক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী কল্পনা আইয়ার।
হেলেনা লিউকের মৃত্যুর কারণ অজানা থাকলেও, অভনেত্রী তার শেষ পোস্টে লিখেছিলেন, ‘আজব লাগছে। মিশ্র অনুভূতি এবং ঠিক জানি না কেন, বিভ্রান্ত লাগছে।’
তাই এই মৃত্যু স্বাভাবিক নাকি আত্নহত্যা, সেই বিষয়ে খিতিয়ে দেখছে পুলিশ। ১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের ‘মার্দ’ ছবিতে ব্রিটিশ রানির ভূমিকায় দেখা যায় মিঠুনের প্রাক্তন স্ত্রীকে। হেলেনা দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলেও তার ক্যারিয়ার শুরু বলিউডেই।
উল্লেখ্য, অভিনেতা মিঠুনের সঙ্গে হেলেনার প্রেম সত্তরের দশকে পরে ১৯৭৯ সালে সাতপাকে বাঁধা পড়েন তারা। তবে মাত্র চার মাসেই সেই সম্পর্কের ইতি টানেন এই তারকা দম্পতি। ভারতীয় গণমাধ্যমে দেওয়া পুরনো এক সাক্ষাৎকারে হেলেনা একবার বলেছিলেন, ‘মিঠুনের সঙ্গে বিয়েটা আমার জন্য একটা দুঃস্বপ্ন ছিল মাত্র! বিয়ের আগে অভিনেতাকে একভাবে চিনেছিলেন। এক ছাদের নীচে বসবাসের সময় তার ভিন্ন রূপ দেখতে পাই, যা আমার কাছে অত্যন্ত ভয়ংকর ছিল।‘