২৮ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অস্কার, গোল্ডেন গ্লোব ও এমি জয়ী অভিনেতা লুইস গোসেট জুনিয়র। ৩০ মার্চ প্রথম প্রহরে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টার।
মৃ’ত্যুর কারণটি মার্কিন গণমাধ্যম নিশ্চিত না করলেও ২০১০ সালে অভিনেতা লুইস নিজে জানিয়েছিলেন, প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত তিনি। নিয়মিত নিচ্ছেন কেমো থেরাপি।
অভিনেতার পরিবারের বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমরা দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের বাবা সকালে মারা গিয়েছেন। যারা আমাদের পাশে সমবেদনা জানাচ্ছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। ব্যক্তিগতভাবে আমরা কঠিন সময় পার করছি। এ সময়ে আমাদের পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করছি।‘
উল্লেখ্য, ১৯৬১ সালে ‘আ রেইজিন ইন দ্য সান’ দিয়ে বড় পর্দায় পদার্পণ করেন লুইস গোসেট জুনিয়র। দীর্ঘ ৬ দশকের ক্যারিয়ারে দুই শতাধিকের বেশি সিনেমা ও সিরিজে কাজ করেছেন তিনি।