Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

মায়ের নামে মসজিদ নির্মাণ করলেন ডিপজল

মনোয়ার হোসেন ডিপজল | ছবি: ফেসবুক

রুপালি পর্দার খলনায়ক খ্যাত মনোয়ার হোসেন ডিপজল বাস্তব জীবনে একেবারেই অন্যরকম। তাই তো মায়ের প্রতি প্রচন্ড ভালোবাসা থেকে মরহুমা হাজী জবেদা বেগমের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্সের নির্মাণ করেছেন তিনি।

বাস্তব জীবনে হিরোর ভূমিকায় দেখা দেওয়া অভিনেতা ডিপজল গাইবান্ধার বাদিয়াখালীর তালুক রিফাইতপুর স্টেশনে নির্মাণ করেছেন মসজিদটি। ২০২৩ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। সম্প্রতি মসজিদ নির্মাণ শেষে অভিনেতা শুরু করেছেন মাদ্রাসা নির্মাণের কাজ। এই পুরো বিষয়টির তদারকি করছেন ডিপজল নিজেই।

জানা যায়, একবার মায়ের জন্য ট্রাক ভরে ফল নিয়েছিলেন। এমন ঘটনার বর্ণনা দিয়ে অভিনেতা জ্যাকি আলমগীর বলেন, ‘একদিন তার মা গাড়ির ড্রাইভারকে বলেছিলেন, ডিপজলকে ফল নিয়ে আসতে বলিস। তার ড্রাইভার গাড়ি চালাতে চালাতে ডিপজল সাহেবকে বললেন- খালাম্মা ফল নিতে বলেছেন। তখন ডিপজল সাহেব বলেন, কি ফল নিতে বলছেন? ড্রাইভার উত্তরে বলেন, ফলের নাম তো বলেননি। এরপর ডিপজল যে কাণ্ড করলেন তা অবাক করার মতো। কারণ ফলের বাজারে গিয়ে ট্রাক ভরে সব রকম ফল কিনে মায়ের জন্য নিয়ে আসেন। ডিপজলের এমন কাণ্ড আমরা অনেক দেখেছি।‘ আর এই দৃশ্যটি চিত্রনায়ক মান্নার ‘আম্মাজান’ সিনেমাতেও ফুটিয়ে তোলা হয়েছিল।

ডিপজল অভিনীত ও প্রযোজিত কয়েকটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন পর্দার দাপুটে এ অভিনেতা।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
Exit mobile version