সৈয়দ জামিল আহমেদ আরেকবার রোষানলে পড়লেন একটি ফোন কলকে কেন্দ্র করে। এবার তিনি ফোনে নাট্য অভিনেতা মামুনুর রশীদকে ‘রাড়াং’ নাটকে অভিনয় করা থেকে কিছুদিন বিরত থাকতে বলেন।
এর আগে নিত্যপুরাণ নাটকের মঞ্চায়নের সময় অপ্রীতিকর ঘটনা ঘটলে নাটকটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন জামিল আহমেদ। সেই নাটকের একজন্য ব্যক্তির সামাজিক মাধ্যম হিংসাত্মক পোস্টের কারণে ঘটনা ঘটে বলে জানা যায়। দেশ নাটকের ‘এহসানুল আজিজ বাবু’কে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়।
এবার মামুনুর রশীদকে বিশৃঙ্খলা হতে পারে এই আশঙ্কা থেকেই তিনি ফোন করেছেন বলে গণমাধ্যমেকে জানান। তবে এটিকে বন্ধুত্বপূর্ণ আলাপ বলে দাবী করেন তিনি। কোনও প্রাতিষ্ঠানিক সীদ্ধান্ত নয় বলে জানিয়েছেন শিল্পকলা একাডেমির মহা পরিচালক সৈয়দ জামিল হোসেন।
আবার মামুনুর রশীদ জানান, ‘পদ বিবেচনা করলে এটি অবশ্যই প্রতিষ্ঠনের সীদ্ধান্তের সাথে সম্পর্কযুক্ত।’ একই ভাবে ফেরদৌসী মজুমদারের নাম আসলেও এই শিল্পী জানান, তাকে কেউ কিছু বলেননি।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে মামুনুর রশীদসহ কয়েকজন একটা বিবৃতি দিয়েছিলেন। তাতে কিছু লোক তার উপর ক্ষুব্ধ হয়ে আছে বলে মনে করেন শিল্পকলার মহাপরিচালক। নিত্যপুরাণকে কেন্দ্র করে প্রতিবাদ করতে গেলে মামুনুর রশীদের দিকে ডিমও ছুড়ে মারা হয় কিছুদিন আগে। সব মিলিয়ে জামিল আহমেদ শান্তিপূর্ণ অবস্থায় নাটক মঞ্চস্থ করার জন্য এই অনুরোধ করেছেন বলে জানিয়েছেন।