রেশন দুর্নীতি মামলায় ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টর) দপ্তরে হাজিরা দিয়েছেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার তথ্যানুযায়ী, ১৯ জুন সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজির হন ঋতুপর্ণা। এছাড়া অভিনেত্রী আসার অনেক আগেই তার হিসাবরক্ষক প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত ছিলেন ইডির দপ্তরে।
ঋতুপর্ণার হিসাবরক্ষক জানান, অভিনেত্রীর কাছে যে সমস্ত হিসাব দেখতে চেয়েছিলেন ইডির কর্মকর্তারা, সেই সব নথিপত্র নিয়ে তিনি হাজির হয়েছেন। যেহেতু ঋতুপর্ণার সব হিসাব হিসাবরক্ষকই দেখাশোনা করেন, তাই কাগজপত্র বুঝিয়ে দিতে সুবিধা হবে বলে অভিনেত্রী সেখানে আসার অনেক আগেই প্রয়োজনীয় নথি নিয়ে ইডির দপ্তরে হাজির হয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে রাজ্যের সাবেক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেল হেফাজতে রয়েছে। এছাড়াও একই মামলায় রাজ্যের শাসক দলের একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া এক অভিযুক্তের সঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য প্রমাণ হাতে পেয়েছেন বলে দাবি করেছে মা’মলাটির তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি)।
উল্লেখ্য, এর আগে বেশ কয়েকবার ঋতুপর্ণাকে রেশন দুর্নীতি মামলায় ইডির দপ্তরে তলব করা হলেও তাতে সাড়া দেননি তিনি।