ফেসবুকে নিজের অফিশিয়াল হ্যান্ডেল থেকে হঠাৎ-ই একটি রহস্যময় পোস্ট করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। মানুষ ও শয়তান নিয়ে কথা বলে আবারো আলোচনায় আসলেন তিনি।
ফারিণ তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আমরা সবসময় শয়তানের ওপর সব দোষ চাপিয়ে বাঁচতে চাই। অথচ মানুষ কিন্তু শয়তানের চেয়ে বেশি শক্তিশালী’।
অভিনেত্রী যোগ করেন, ‘দূর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ তার অসীম ক্ষমতা সম্পর্কে কোন ধারনাই রাখে না। আর যারা রাখে তাদের ওপর শয়তান কখনো আছর করতে পারে না। আপনি কোন দলে?’
কাকে উদ্দেশ্য করে ফারিণ এই পোস্ট করেছেন তা তিনি উল্লেখ করেননি। তবে তিনি কিছু না বললেও তার ভক্ত ও অনুরাগীদের আর বুঝতে বাকি নেই যে, ফারিণের এই স্ট্যাটাসটি তার কাজের প্রচারণার অংশ। অভিনেত্রী তার পোস্টের মন্তব্যের ঘরেও সদ্য প্রকাশিত ‘চক্র’ ওয়েব সিরিজের একটি লিংক যুক্ত করেছেন।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় তাসনিয়া ফারিণ বেশ সরব। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অভিনেত্রীর ওয়েব সিরিজ ‘চক্র’।