‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার দুই অভিনেত্রী মাধুরী দিক্ষিত ও কারিশমা কাপুর। দুইজনের দাপটে বোঝাই দায় যে কে বেশি ভালো করেছেন।
কারিশমা কাপুর তো জাতীয় পুরস্কারই পকেটে পুড়লেন এর মাধ্যমে।
তবে মজার কথা হলো, এই সিনেমার জন্য প্রথম পছন্দ ছিলেন জুহি চাওলা।
জুহি চাওলা বেশ মজা করেই বলেন, তার ছেড়ে দেওয়া চরিত্রে অভিনয় করে কারা কারা তারকাই বনে গেছেন। তার মধ্যে একটি হলো শাহরুখ খান অভিনীত ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমাটি।
কেন ছেড়ে দিয়েছিলেন তাহলে? জুহি জানান, তাকে মাধুরী নয়, কারিশমার রোলটি অফার করা হয়। সে সময় মাধুরী আর জুহি তো প্রতিদ্বন্দ্বী, তার ছোট চরিত্রে? এমনটা ভেবে জুহি একেবারে না বলে দেন।
এদিকে পরিচালক ইয়াশ চোপড়াও কারিশমার রোলটি এমনটাই ঢেলে সাজান যে দর্শকরা নতুন করে কারিশমাকে আবিষ্কার করেন এই সিনেমার মাধ্যমে। আর হয়ে গেলেন জাতীয় পুরস্কার বিজয়ী তারকা।