মাধুরী দীক্ষিতের প্রথম নায়ক ছিলেন কলকাতার তাপস পাল!
মোটেই এটি ভুল তথ্য নয়। মাধুরীর প্রথম সিনেমা অবোধে তার বিপরীতে ছিলেন কলকাতার একসময়ের দর্শকপ্রিয় নায়ক তাপস পাল।
‘অবোধ’ মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালের ১০ আগস্ট। হীরেন নাগ পরিচালিত এই ছবিতে তাপস পালের চরিত্রের নাম ছিল শঙ্কর সিং, মাধুরী দীক্ষিতের চরিত্রের নাম ছিল গৌরী। এতে আরও ছিলেন বিনোদ শর্মা, লীলা মিশ্র, শিলা ডেভিড, রাজশ্রী নায়ার সহ অন্যান্যরা। ছবিটি ব্লকবাস্টারও হয়।
‘অপরাজিতা হিয়া’ নামে একটা ফেসবুক পেজ থেকে সম্প্রতি তাপস-মাধুরীর ‘অবোধ’-এর কিছু ছবি পোস্ট করা হয়। তাতেই নতুন করে হৈচৈ শুরু হয়।