২৭ অক্টোবর অনুষ্ঠিত হয় ‘হ্যালো সুপারস্টার’ অ্যাপ আয়োজিত ভারত-বাংলাদেশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। সেদিন দুপুর থেকেই দর্শকদের স্রোত নামে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে।
কারণ ফুটবল ম্যাচ উপভোগের পাশাপাশি দর্শকদের আকর্ষণের কেন্দ্রে ছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। বেলা আড়াইটার দিকে মাঠে প্রবেশ করেন বাংলা গানের যুবরাজ খ্যাত এই গায়ক। মাইক হাতে নিয়ে ‘হ্যালো কুমিল্লাবাসী’ বলার সাথে সাথেই পুরো গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
পুরো সময় মাইক হাতে উপস্থাপনার কাজটাও করেন আসিফ আকবর। উপস্থাপনার ফাঁকে গেয়ে ওঠেন ‘বেশ বেশ বেশ, সাবাশ বাংলাদেশ’ গানের লাইন। এসময় দর্শকারও তার সঙ্গে তাল মিলিয়ে গেয়ে চলেন।
ম্যাচের পুরো সময় জুড়ে আসিফ আকবরের গাওয়া ‘খোলো ভাই খোলো রে সম্ভাবনার দুয়ার, বাংলাদেশে এলো রে ফুটবলের জোয়ার’ গানটি স্পীকারে বাজতে থাকে। মাঠের সাইডলাইনে ঘাসে বসেই পুরো খেলাটি উপভোগ করেন আসিফ আকবর।
কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ভারত-বাংলাদেশের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে উপমহাদেশের প্রখ্যাত সেলিব্রিটিদের নিয়ে গঠিত হ্যালো সুপারস্টার অ্যাপ। খেলাটি নির্ধারিত ৬০ মিনিটে গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে ৪-২ গোলে বাংলাদেশ পরাজিত করে ভারত।