বাংলাদেশের জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী এঞ্জেল নূর মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। ১৯ মার্চ, বুধবার, এই তথ্য তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্ট্রোকের কারণ সম্পর্কে তিনি বলেন, “ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে হাইপারটেনশনে ভুগছিলাম, আর চিকিৎসকদের মতে, এ কারণে আমি স্ট্রোক করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”
এছাড়া তিনি জানান, “কিছুদিন আগে হঠাৎ মধ্যরাতে মাইল্ড স্ট্রোকের শিকার হয়েছিলাম, তখন আমার মুখের বাম পাশ অবশ হয়ে গিয়েছিল।” তবে বর্তমানে তিনি সুস্থ আছেন এবং মুখের মাংসপেশি নড়াচড়া করতে পারছেন। চিকিৎসকরা বলেছেন, পুরোপুরি সুস্থ হতে আরও কিছু সময় প্রয়োজন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এঞ্জেল নূর সোশ্যাল মিডিয়ায় কাভার গান গেয়ে জনপ্রিয়তা পান। তার লেখা এবং গাওয়া বেশ কিছু গানও শ্রোতাদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি গান টুইটারে শেয়ার করে ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং লিখেছিলেন, “কী দারুণ গান!” বর্তমানে তরুণ এ শিল্পী দেশের সংগীতাঙ্গনে ব্যাপক জনপ্রিয়।