রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বিমান বিধ্বস্তের ঘটনায় দেশব্যাপী জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে দুর্ঘটনাস্থলের সেই ভিডিও। এমন মর্মান্তিক ঘটনা নাড়া দিয়েছে শোবিজ অঙ্গনেও। বেশ কয়েকজন তারকা ইতোমধ্যে শোক প্রকাশ করেছেন।
শোক জানিয়েছেন দেশের অভিনেতা শাকিব খান। এক ফেসবুক পোস্টে এই নায়ক লিখেছেন, ‘রাজধানীর উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।’
অভিনেত্রী তমা মির্জা শোক প্রকাশ করে লিখেছেন, ‘আল্লাহ দয়া করে নিষ্পাপ আত্মাদের সাহায্য করুন এবং রক্ষা করুন, শিশু, শিক্ষক এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।“
অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবর ভীষণ হৃদয়বিদারক। হে আল্লাহ, শিশু, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীসহ আশেপাশের লোকজন সবাইকে আপনি আপনার হেফাজতে রাখুন । যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের জন্য শান্তি ও মাগফিরাত কামনা করি। আমিন।“
এছাড়াও শোক প্রকাশ ও প্রার্থনা করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ, পূজা চেরি , রাফিয়াথ রশিদ মিথিলা , অভিনেতা তৌসিফ মাহবুব, শরাফ আহমেদ জীবন, রাশেদ মামুন অপুসহ অনেকেই।
এদিকে, এ দুর্ঘটনায় বিমানের পাইলটসহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান।
দুপুর ১ টা ৩০ মিনিটে মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন।