মৃত্যুর পরও কর বকেয়ার নোটিশ পেলেন এন্ড্রু কিশোর
বাংলা গানের আকাশে এন্ড্রু কিশোর ছিলেন নক্ষত্রের মতো উজ্জ্বল। হাজারো গান গেয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন তিনি। পেয়েছিলেন ‘প্লেব্যাক সম্রাট’-এর তকমা। মধুর কণ্ঠে প্রেম-বিরহ, হাসি-আনন্দ, জীবনের সংগ্রাম—সব অনুভূতির গল্পই ফুটিয়ে তুলেছিলেন সুরের মূর্ছনায়। মৃত্যুর পরও তাই তিনি বেঁচে আছেন অগণিত শ্রোতার স্মৃতিতে। তবে সম্প্রতি ঘটে গেছে এক চোখ ধাঁধাঁনো ঘটনা। মৃত্যুর পরও কর বকেয়ার নোটিশ পেলেন এন্ড্রু কিশোর।
কর অঞ্চল–১২ থেকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, তার নামে এখনো ৭২ হাজার ৮০৩ টাকা কর বাকি রয়েছে। সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত এই নোটিশে বলা হয়, ২০০৫–০৬ অর্থবছরে ২২ হাজার ৪২৩ টাকা এবং ২০১২–১৩ অর্থবছরে ৫০ হাজার ৩৮০ টাকা কর বকেয়া আছে।
গণমাধ্যমকে কর কর্মকর্তা কাজী রেহমান সাজিদ জানান, “এটা আমাদের নিয়মিত প্রক্রিয়া। মৃত করদাতার পাওনা কর উত্তরাধিকারীদের ওপর বর্তায়। এন্ড্রু কিশোরের পরিবারের কেউ লিখিতভাবে জানাননি কে এই কর পরিশোধ করবেন। আবার আমাদের রেকর্ডেও তিনি যে মারা গেছেন তা নেই। তাই বিষয়টি এখনো বকেয়া হিসেবেই আছে।”
কর আইন অনুযায়ী, মৃত করদাতার সম্পদ বা ব্যবসা থেকে করযোগ্য আয় থাকলে উত্তরাধিকারীকে প্রতিনিধি হিসেবে মনোনীত করে রিটার্ন জমা দিতে হয়। যত দিন পর্যন্ত সম্পদ ভাগ-বাঁটোয়ারা না হয়, প্রতিনিধি সেই করদাতার পক্ষে কর দিয়ে যাবেন। তা না হলে আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে হয়।
‘মেইল ট্রেন’
বাংলা গানের এই প্লেব্যাক সম্রাট ২০২০ সালের জুলাইয়ে ক্যানসারের সঙ্গে লড়াই শেষে মৃত্যুবরণ করেন। ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্ম নেওয়া এন্ড্রু কিশোর ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রে গান গেয়ে প্লেব্যাকে যাত্রা শুরু করেন তিনি। এরপর ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ গান দিয়ে শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী আসন গড়ে নেন।
আলম খান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলাউদ্দিন আলীসহ শীর্ষ সুরকারদের সঙ্গে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। কলকাতাতেও করেছেন প্লেব্যাক। তার কণ্ঠে ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ভালোবেসে গেলাম শুধু’, ‘জীবনের গল্প আছে বাকী অল্প’, ‘ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা’—এসব গান আজও শ্রোতাদের কাছে অমলিন। শুধু গায়ক নন, ১৯৮৭ সালে তিনি বিজ্ঞাপন সংস্থা ‘প্রবাহ’ প্রতিষ্ঠা করেছিলেন। তবে আসল পরিচয় ছিল সংগীতেই। তাই মৃত্যুর পাঁচ বছর পরও তিনি রয়েছেন মানুষের হৃদয়ে, গানেই বেঁচে আছেন চিরকাল।