আরও একটি মামলা করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে। সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের আলোচিত ৪ হত্যাকাণ্ডের ঘটনার মামলায় এবার তিনি তালিকাভুক্ত আসামি হলেন।
জানা গেছে, ৪ নভেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। নিহত আলমগীর হোসেনের স্ত্রী সিংগাইরের গোবিন্দল মোল্লাপাড়া গ্রামের মো. রফেজ উদ্দিনের মেয়ে রাফেজা (৩৭) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলার তালিকায় মমতাজসহ আছেন মোট ১০৭ জন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ দায়িত্ব পালন না করে উল্টো তারাই পুলিশের পোশাক পরে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন অবৈধভাবে।
রাফেজা তার অভিযোগে আরও উল্লেখ করেন, তিনি মামলার সাক্ষী মিঠু চেয়ারম্যানকে এজাহার দিতে পাঠান। কারণ তিনি তখন ব্যস্ত ছিলেন স্বামীর দাফনের কাজ নিয়ে। কিন্তু কর্তৃপক্ষ মামলা গ্রহণ করেননি। এমনকি তাদেরকেই মামলায় আসামি বানানোর হুমকি দেওয়া হয়েছিল।
উল্লেখ্য যে, হত্যাকাণ্ডের ঘটনাটি ২০১৩ সালের। সেই বছরের ২৪ ফেব্রুয়ারি সিংগাইর পৌর এলাকার গোবিন্দল নতুন বাজার বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মী, পুলিশ ও স্থানীয় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ হয়। ঐ সংঘর্ষে নিহত হন ৪ জন।
প্রসঙ্গত, ৪ নভেম্বর দায়ের করা নতুন মামলাটি ছাড়াও মমতাজের বিরুদ্ধে ২০২৪ সালেই আরও দুটি মামলা দায়ের করা হয়েছিল। এদিকে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সাবেক সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত জনসম্মুখে দেখা যায়নি মমতাজ বেগমকে।