সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরই বিজয় মিছিলে মুখরিত হয় পুরো দেশ। এর মাঝে স’হিং’সতাও ছড়িয়েছে। দেশের বিভিন্ন মন্দিরে ও গির্জায় চলেছে ভাং’চুর। সেই প্রসঙ্গে আওয়াজ তুলেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
৬ আগস্ট নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশকিছু স্থিরচিত্র শেয়ার করে প্রযোজক লেখেন, ‘আসুন আমরা সবাই, আমাদের সব মন্দির গির্জা পেগোডা রক্ষা করি’
তার শেয়ার করা ছবি গুলোতে দেখা যায় মুসল্লিদের ছোট ছোট দল দেশের বিভিন্ন মন্দির পাহারা দিচ্ছেন। এমন দৃশ্য নজর কেড়েছে দেশবাসীর। প্রতিটি ধর্ম ও তাদের ধর্মীর প্রতিষ্ঠান রক্ষা করা একজন আদর্শ নাগরিকের কর্তব্য।
আরেকটি পোস্টে আব্দুল আজিজ আর লেখেন, ‘আমাদের সবার দায়িত্ব সকল সংখ্যা লঘুদের রক্ষা করা । আমাদের নবী (সাঃ) অন্য কোন ধর্মের মানুষের উপর আঘাত করতে নিষেধ করেছেন ।
আসুন, আমরা সবাই – মন্দির গির্জা প্যাগোডা রক্ষা করি । যদি কেউ মন্দির গির্জা প্যাগোডা ধ্বংস করতে আসে, তাদের প্রতিহত করা আমাদের সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীও কর্তব্য ।
আল্লাহ আমাদের সবার উপর সহায় হওন ।’