সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ২৫তম আসর। ভারতের ‘পিংক সিটি’ জয়পুরে আয়োজিত হয়েছিল আইফা। অনুষ্ঠান শেষ হয়ে গেলেও তার রেশ এখনো রয়েছে। সোশ্যাল মিডিয়াতে নিত্যদিনই তারকাদের পারফরম্যান্স নিয়ে চর্চা চলছে।
এরই মধ্যে এবারের আইফা পুরস্কারে মনোনয়ন তালিকায় ঠাঁই না পাওয়ার কারণে বিস্ফোরক অভিযোগ তুলেছেন জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার সনু নিগম। শুধু তাই নয়, তিনি রাজস্থান সরকারকেও তিরস্কার করেছেন।
সনু নিগমের জনপ্রিয় গান ‘মেরে ঢোলনা’ ছিল ভুল ভুলাইয়া ৩ সিনেমার একটি হিট ট্র্যাক, যা পুরো বছর জুড়ে আলোচনায় ছিল। শ্রোতা ও অনুরাগীদের কাছ থেকে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন। তবে, সেই গান সুপারহিট হওয়ার পরও আইফা পুরস্কারের মনোনয়ন তালিকায় তার নাম স্থান পায়নি, যা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সনু নিগম তার অভিযোগ জানিয়েছেন। আইফার প্লেব্যাক গায়কদের মনোনয়ন তালিকা শেয়ার করে তিনি লিখেছেন, “ধন্যবাদ আইফা। হাজার হোক, তোমাদের তো রাজস্থান সরকারের কাছে জবাবদিহি করতে হবে।” কারণ, এবারের আইফা পুরস্কারের অনুষ্ঠান জয়পুরে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে রাজস্থান সরকারের সহযোগিতা ছিল।
এবারের মনোনয়ন তালিকায় ছিলেন মিত্রাজ (আঁখিয়া গুলাব), অরিজিৎ সিং (সজনি), করণ আজুলা (তউবা তউবাtiyal), বাদশা (নয়না), জুবিন নটিয়াল (দুয়া), দিলজিৎ দোসাঞ্ঝ। অবশেষে সেরা প্লেব্যাক গায়কের পুরস্কার জিতে নিয়েছেন জুবিন নটিয়াল। এই পুরস্কারের প্রতিযোগিতায় সনু নিগমের না থাকা নিয়ে তার ক্ষোভ স্পষ্ট।
এদিকে, সনু নিগম বিনোদন জগতের বিষয় ছাড়াও রাজস্থান সরকারকে কেন আক্রমণ করেছেন, সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।