‘মনে হচ্ছে অ্যাকশনগুলো চোখের সামনে ঘটে গেল’
তলোয়ার নিয়ে লড়াই করছেন সাদিয়া আয়মান। কখনো আত্মরক্ষা করছেন, কখনো আগ্রাসী ভূমিকায় লড়ছেন প্রতিপক্ষের সাথে। এক পর্যায়ে দারুণ অ্যাকশনে প্রতিপক্ষকে করলেন কুপোকাত। মনে হচ্ছে অ্যাকশনগুলো চোখের সামনে ঘটে গেল ।
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান দর্শকদের নজর কাড়লেন অ্যাকশন দৃশ্যের মাধ্যমে। তবে কি অ্যাকশনধর্মী সিনেমায় নাম লেখালেন সাদিয়া?
না। সম্প্রতি দেশে যাত্রা শুরু করেছে শাওমির রেডমি ১৫সি স্মার্টফোন। সেই ফোনের বিজ্ঞাপনেই এরকম অ্যাকশন দৃশ্যে দেখা গেছে সাদিয়াকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব সেই বিজ্ঞাপন। বিজ্ঞাপনে দেখা যায় সাদিয়ার অ্যাকশন দৃশ্যটি ধারণ করা হয়েছে শাওমির রেডমি ১৫সি স্মার্টফোনে। ৬ দশমিক ৯ ইঞ্চির ডিসপ্লে নজর কেড়েছে সাদিয়ার। তাইতো নিজের অ্যাকশন ভিডিও দেখে তিনি নিজেই বলেন, ‘রেডমি ১৫ সি এর ইমার্সিভ ডিসপ্লেতে মনে হচ্ছে অ্যাকশনগুলো চোখের সামনে ঘটে গেল।’
ওটিটি প্রেমীদের জন্য সুখবর! শাওমি নিয়ে এসেছে নতুন রেডমি ১৫সি। বড় ডিসপ্লে থাকার কারণে সিরিজ ও মুভি দেখা হবে আরও উপভোগ্য। প্রতিটি দৃশ্য ধরা পড়বে স্পষ্ট ও রঙিনভাবে। তাই, আপনার দেখার অভিজ্ঞতা হবে একেবারেই ভিন্ন।
কনটেন্ট তৈরি করেন যারা, তাদের জন্যও ফোনটি দুর্দান্ত। শর্ট ভিডিও, ভ্লগ বা সোশ্যাল মিডিয়ার কনটেন্ট বানানো যাবে একেবারে ঝামেলাহীনভাবে। কারণ, এতে রয়েছে শক্তিশালী প্রসেসর ও উন্নত ক্যামেরা। ফলে, ভিডিও তৈরি থেকে এডিট—সবকিছুই হবে সহজ ও দ্রুত।
গেমারদের জন্যও এটি চমৎকার একটি ফোন। হাই গ্রাফিক্সের অ্যান্ড্রয়েড গেম খেলতে পারবেন ল্যাগ ছাড়াই। অতএব, গেম খেলার অভিজ্ঞতা হবে আরও স্মুথ এবং পরিষ্কার।
চোখের সুরক্ষার দিকেও নজর দিয়েছে শাওমি। বাইরে রোদে কিংবা অল্প আলোতে ফোনের ব্রাইটনেস নিজে থেকেই ঠিক হয়ে যায়। ফলস্বরূপ, দীর্ঘসময় ব্যবহার করলেও চোখে তেমন ক্লান্তি আসবে না।
সব মিলিয়ে কাজ, বিনোদন এবং গেমিং—সবকিছুর জন্য রেডমি ১৫সি হলো এক অল-ইন-ওয়ান স্মার্টফোন। দাম সাশ্রয়ী, অভিজ্ঞতা সমৃদ্ধ। তাই, যারা সবকিছু একসাথে চান, তাদের জন্য এ ফোন নিখুঁত সঙ্গী।