রাষ্ট্রপতিপুত্র বলায় মনঃক্ষুণ্ণ হলেন আরশাদ আদনান। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ চলচ্চিত্র দিয়ে হালে আলোচনায় আসা আরশাদ আদনান দীর্ঘদিন ধরেই আছেন চলচ্চিত্রের সাথে। সম্প্রতি তাকে বিভিন্ন অনুষ্ঠানে সম্বোধন করা হচ্ছে রাষ্ট্রপতিপুত্র হিসেবে। আর তাতেই তিনি হলেন সামান্য মনঃক্ষুণ্ণ।
২ মে, বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি আয়োজিত একটি গোলটেবিল আলোচনা সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের নেতা কর্মী এবং শিল্পীরা। পরিচালক হাবিবুল ইসলাম হাবিব ছিলেন তাদের মাঝেই একজন।
তিনি তার বক্তব্য শুরু করতেই আরশাদ আদনানকে সম্বোধন করেন রাষ্ট্রপতিপুত্র হিসেবে। এবং বক্তব্যের এক অংশে বলেন, ‘সকল প্রযোজক তো আর রাষ্ট্রপতিপুত্র নয়..’
এর উত্তরে আরশাদ আদনান বলে উঠেন, ‘আমি কিন্তু রাষ্ট্রপতির পুত্র হিসেবে ছবি প্রযোজনা করি না..’
আলোচনার মাঝে তাকে সভাও ত্যাগ করতে দেখা যায়।
উল্লেখ্য, প্রায় এক দশক আগে একই বিমানে চল্লিশেরও অধিক শিল্পী কক্সবাজারে নিয়ে শুটিং করেও অনন্য রেকর্ড সৃষ্টি করেছিলেন তিনি। তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত ‘ইউটার্ন’,‘ সুলতানা বিবিয়ানা’ সিনেমা দর্শক প্রিয়তা পেয়েছেন।
তিনি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের একমাত্র সন্তান।