Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ২৮, ২০২৪
Your Image

মক্কায় ছেলেকে প্রকাশ্যে আনলেন গওহর খান

গওহর খান ও জায়েদ দরবার । ছবি: ইনস্টাগ্রাম

অবশেষে ছেলের মুখ প্রকাশ্যে আনলেন বলিউডের অভিনেত্রী ও উপস্থাপিকা গওহর খান। ভক্ত ও অনুরাগীদেরকে ছেলে জেহানের প্রথম সালাম দেয়ার জন্য তিনি বেঁছে নিয়েছেন পবিত্র মক্কা নগরীকে।

গওহর ও তার স্বামী জায়েদ দরবার সৌদি আরব গিয়েছেন ওমরাহ পালন করতে। একমাত্র ছেলেকেও সেখানে সঙ্গে নিয়ে যান তারা। মা-বাবা হওয়ার পর এবারই প্রথম ওমরাহ করলেন গওহর-জায়েদ। আর সেখানে পবিত্র কাবা শরীফের সামনে থেকে ফ্রেমবন্দী হয়েই ছেলের প্রথম সালাম পৌঁছে দেন তারা।

জায়েদ দরবার, জেহান ও গওহর খান । ছবি: ইনস্টাগ্রাম

ছেলে জেহানকে কোলে নিয়ে উঁচু করে ধরে আছেন গওহর। অভিনেত্রীর সঙ্গ দিচ্ছেন জায়েদ। হাস্যোজ্জ্বল ছেলের সাথে তোলা ছবিটিতে তিনজনকেই আনন্দঘন মুহূর্তে দেখা গেছে। নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে গওহর পোস্ট করেন এই ছবি। সাথে তিনি ক্যাপশনে লেখেন, ‘সর্বশক্তিমানের ঘর থেকে আমাদের ছোট্ট রাজপুত্রের প্রথম সালাম গোটা পৃথিবীকে দিতে চেয়েছিলাম! তিনি (সর্বশক্তিমান) আমাদের উজ্জ্বল পুত্রকে দেখে সন্তুষ্ট হবেন! আমিন। সকলকে অনুরোধ আমাদের জেহানের জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখুন। ওকে ভালবাসা এবং আশীর্বাদ দেওয়ার অনুরোধ করছি। সকলের জন্যও অনেক অনেক ভালোবাসা রইল।’

জেহানের জন্মের পর থেকে এতদিন ধরে ছেলেকে রীতিমত লুকিয়ে রেখেছন গওহর। পাপারাজ্জিদের সামনে এলেও কৌশলে ছেলের মুখ ঢেকে রাখতেন তিনি। তাদের অনুরোধও করে রাখতেন যেন ছেলের চেহারা ক্লিক না করেন তারা। অবশেষে হাইড অ্যান্ড সিক গেম শেষ করে জেহানের প্রথম দর্শন দেয়ায় ছবিটি বেশ সাড়া ফেলেছে নেটিজেনদের মাঝে। মন্তব্যের ঘরে অনেককেই ইতিবাচক মন্তব্য করতে দেখা যাচ্ছে।

এর আগে মক্কা থেকে একটা আবেগঘন ভিডিও-ও পোস্ট করেছেন গওহর। ভিডিওতে মক্কায় বসে হঠাৎ আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা গেছে এই প্রাক্তন বিগ বস বিজয়ীকে। একই ভিডিওতে ইফতারের জন্য স্ত্রীকে খেঁজুর আর জল এগিয়ে দেন স্বামী জায়েদ। পোস্টের ক্যাপশনে গওহর লেখেন, ‘আপনি কতবার এখানে এসেছেন, সেটা বিষয় নয়। আপনি যখনই এখানে আসবেন আবেগপ্রবণ হয়ে পড়বেন।’

অভিনেত্রী যোগ করেন, ‘শুধু হৃদয়ে বিশ্বাস রেখে আসতে হবে। যখন আপনার প্রথম সন্তান প্রথমবার মসজিদে নবাবীতে গিয়ে হাত নাড়ে, তখন সেই অনুভূতি আবেগ ভাষায় প্রকাশ করা যায় না।’

প্রসঙ্গত, গওহর ও জায়েদ বিয়ে করেন ২০২০ সালের ২৫ ডিসেম্বর। এরপর ২০২৩ সালের ১০ মে তাদের ঘর আলোকিত করে এ জুটির প্রথম সন্তানের জন্ম হয়।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পশ্চিমবঙ্গে অ্যাকশন ছবির চেয়ে পারিবারিক ছবি বেশি চলেছে- পরমব্রত চট্টোপাধ্যায়

‘পশ্চিমবঙ্গে অ্যাকশন ছবির চেয়ে পারিবারিক ছবি বেশি চলেছে’- ‘আজব কারখানা’ চলচ্চিত্রের…
0
Share