Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫

ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

বিশ্বজুড়ে যখন গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে ক্ষোভ বাড়ছে, তখন সেই প্রতিবাদের ঢেউ পৌঁছে গেল ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস চলচ্চিত্র উৎসবেও। ৩০ আগস্ট (শনিবার) উৎসবের প্রধান ফটকের সামনে হাজারো মানুষ যুদ্ধবিরোধী স্লোগানে মুখরিত হয়। ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ । “ফ্রি প্যালেস্টাইন” স্লোগানে মুখরিত উৎসব, প্রদর্শিত হলো হিন্দ রজবের হৃদয়বিদারক তথ্যচিত্র। “ফ্রি ফ্রি প্যালেস্টাইন” ধ্বনিতে চারপাশ কেঁপে ওঠে।

ফ্রি প্যালেস্টাইন
ফ্রি প্যালেস্টাইন

শিক্ষার্থী, সমাজকর্মী, সাংস্কৃতিক সংগঠক, মানবাধিকার কর্মী এবং গণমাধ্যমকর্মীরা ইউরোপের নানা দেশ থেকে এসে যোগ দেন এই বিক্ষোভে। তাদের দাবি একটাই— গাজায় নিরীহ শিশু ও সাধারণ মানুষের হত্যাযজ্ঞ বন্ধ হোক, এবং ভেনিস উৎসব হোক মানবিক প্রতিবাদের মঞ্চ।

আয়োজকদের বিরুদ্ধে শিল্পী-নির্মাতাদের আহ্বান

এই বিক্ষোভ নতুন কিছু নয়। উৎসব শুরুর আগেই বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৬০০ শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা আয়োজকদের কাছে আবেদন জানান, যেন ইসরায়েলপন্থী তারকা গাল গ্যাদত বা জেরার্ড বাটলারকে আমন্ত্রণ না জানানো হয়। তাদের মতে, এমন সময়ে নিরপেক্ষ থাকা মানেই অন্যায়ের পাশে দাঁড়ানো।

বিক্ষোভ আয়োজক সংগঠনগুলো এক বিবৃতিতে স্পষ্ট জানায়—

“ভেনিস চলচ্চিত্র উৎসব কোনোভাবেই বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হতে পারে না। যখন গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবিরে বোমা পড়ছে, খাদ্য-ওষুধ বন্ধ করে দেওয়া হচ্ছে, তখন উৎসবকে মানবিক অবস্থান নিতেই হবে।”

ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ভেনিস কর্তৃপক্ষের অবস্থান

আয়োজক সংস্থা বায়েনালে জানায়, ভেনিস উৎসব সবসময় সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সংবেদনশীল থেকেছে। উৎসব পরিচালক আলবের্তো বারবেরা সংবাদ সম্মেলনে বলেন—
“আমরা কিছু শিল্পীর আমন্ত্রণ বাতিল করব না। তবে গাজায় যা ঘটছে তাতে আমরা গভীরভাবে দুঃখিত। শিশুদের মৃত্যু আমাদের ব্যথিত করছে। এই যুদ্ধ যত দ্রুত সম্ভব থামা উচিত।”

তবে প্রথম দিনের প্রধান জুরি আলেকজান্ডার পেইন রাজনৈতিক প্রসঙ্গ এড়িয়ে যান। তিনি বলেন, “আমি এখানে সিনেমা বিচার করতে এসেছি, রাজনীতি করার জন্য নয়।”

বিশেষ প্রদর্শনী: হিন্দ রজবের শেষ আবেদন

এবারের ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবের সবচেয়ে আলোচিত তথ্যচিত্র হলো “দ্য ভয়েস অব হিন্দ রজব”। মাত্র ছয় বছর বয়সী ফিলিস্তিনি মেয়েটির মৃত্যুর আগে শেষ ফোনকলকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। হিন্দ আতঙ্কিত কণ্ঠে বলেছিল—
“দয়া করে আমার কাছে এসো, আমি ভয় পাচ্ছি।”

ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
দ্য ভয়েস অব হিন্দ রজব

কিন্তু পরবর্তীতে তাকে এবং সাহায্যে যাওয়া দুইজন জরুরি কর্মীকে মৃত অবস্থায় পাওয়া যায়। এই তথ্যচিত্র ভেনিস উৎসবের ইতিহাসে সর্বোচ্চ ২৩ মিনিটের করতালি পেয়ে রেকর্ড গড়েছে।

কেন ভেনিস উৎসব গুরুত্বপূর্ণ?

ভেনিস চলচ্চিত্র উৎসব শুধু সিনেমার আয়োজন নয়; এটি বিশ্ব রাজনীতি ও মানবিক ইস্যুতে মত প্রকাশের এক শক্তিশালী প্ল্যাটফর্ম। গাজার হত্যাযজ্ঞের প্রতিবাদ এখানে পৌঁছানো মানে বিশ্ব সংস্কৃতি ও শিল্প জগত আর চুপ নেই।

বিশ্বের শিল্পী, নির্মাতা ও সাধারণ মানুষ একত্রে বলছেন—
“যুদ্ধ নয়, শান্তি চাই।”

ভেনিস চলচ্চিত্র উৎসবের এই প্রতিবাদ প্রমাণ করেছে, শিল্প-সংস্কৃতি কোনো নিরপেক্ষ বিনোদনের মাধ্যম নয়। যখন মানবতা হুমকির মুখে, তখন শিল্পই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদের ভাষা। গাজার শিশুদের কান্না আর শিল্পীদের কণ্ঠস্বর মিলে বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে— শান্তির জন্য এখনই দাঁড়াতে হবে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমিনের প্রথম গানই জাতীয় সংগীত

বাংলা সংগীতের কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের গাওয়া প্রথম রেকর্ডিংই হয়ে যায় জাতীয় সংগীত। তিনি প্রথম গেয়েছিলেন জহির…

হাজার কোটি ছাড়ালো রাজামৌলি-প্রিয়াঙ্কার নতুন ছবির বাজেট

হাজার কোটি ছাড়ালো রাজামৌলি-প্রিয়াঙ্কার নতুন ছবির বাজেট ভারতীয় সিনেমায় ব্লকবাস্টার নির্মাতা হিসেবে এস এস…
হাজার কোটি ছাড়ালো রাজামৌলি-প্রিয়াঙ্কার নতুন ছবির বাজেট

বিপাশার পর আনুশকাকে আক্রমণ করলেন অভিনেত্রী ম্রুনাল  

বিপাশার পর আনুশকাকে আক্রমণ করলেন অভিনেত্রী ম্রুনাল যেখানে যত বড় ইন্ডাস্ট্রি সেখানে প্রতিযোগিতা তত বেশি। বলিউডের…
বিপাশার পর আনুশকাকে আক্রমণ করলেন অভিনেত্রী ম্রুনাল

দেবদাসের পরিচালক বনশালির বিরুদ্ধে থানায় অভিযোগ

দেবদাসের পরিচালক বনশালির বিরুদ্ধে থানায় অভিযোগ সঞ্জয় লীলা বনশালি মনোমুগ্ধকর একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা,…
দেবদাসের পরিচালক বনশালির বিরুদ্ধে থানায় অভিযোগ
0
Share