Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫

ভেনিস উৎসবে কার হাতে উঠল কোন পুরস্কার

ভেনিস উৎসবে কার হাতে উঠল কোন পুরস্কার

গতকাল শনিবার রাতে শেষ হলো ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসব। গত ২৭ আগস্ট শুরু হয়েছিল ভেনিস উৎসব। বড় তারকাদের হারিয়ে এবারের উৎসবে পুরস্কার পেয়েছে স্বাধীন ঘরানার নির্মাতাদের সিনেমা। কার হাতে উঠল কোন পুরস্কার? এএফপির ছবি ও ভ্যারাইটির অবলম্বনে জেনে নেওয়া যাক ভেনিস উৎসবে কার হাতে উঠল কোন পুরস্কার।

এবারের ৮২তম ভেনিস উৎসবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে জিম জারমুশের ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’। গতকাল শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটার পর উৎসবের সম্পূর্ণ অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়।

কেট ব্ল্যানচেট অভিনীত ছবিটি তিনটি ভিন্ন দেশের তিনটি গল্প নিয়ে নির্মিত। ‘ফাদার’ অধ্যায়ের পটভূমি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, ‘মাদার’ ঘটেছে ডাবলিনে আর ‘সিস্টার ব্রাদার’ অধ্যায় প্যারিসে। সিনেমাটি মূলত প্রাপ্তবয়স্ক সন্তানদের সঙ্গে তাদের বাবা-মা ও একে অপরের সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত। ছবিতে কেট ব্লানচেট ছাড়াও আছেন অ্যাডাম ড্রাইভার।

‘দ্য ভয়েস অব হিন্দ রজব’

এ ছাড়া উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে এবারের উৎসবের আলোচিত ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সিনেমাটি। ২০২৪ সালের জানুয়ারিতে গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয় ছয় বছরের শিশু হিন্দ রজব। পরিবারসহ গাড়ি করে গাজা সিটি থেকে পালাতে গিয়ে হামলার শিকার হয়। হিন্দের সঙ্গে গাড়িতে ছিলেন তার চার চাচাতো ভাইবোন ও খালা-খালু। পরে সবাই নিহত হন। সেই ঘটনা অবলম্বনে এই সিনেমা বানিয়েছেন ফরাসি-তিউনিসীয় নির্মাতা কাওথের বেন হানিয়া।

ডোয়াইন জনসন অভিনীত ‘দ্য স্ম্যাশিং মেশিন’ সিনেমার জন্য সেরা পরিচালক সিলভার লায়ন জিতেছেন বেনি সাফদি। আসরের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার বিশেষ জুরি পুরস্কার পেয়েছে ইতালির জিয়ানফ্রাঙ্কো রসির সাদা-কালো তথ্যচিত্র ‘বিলো দ্য ক্লাউডস’। সেরা অভিনেত্রী হয়েছেন জিন ঝিলেই। ‘দ্য সান রাইজেস অন আস অল’–এর জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।

অভিনেতার পুরস্কার পেয়েছেন টনি সারভিল্লো; ‘লা গ্রাজিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।

এবারের উৎসবের আরেকটি বড় চমক অনুপমা রায়। ‘সংস অব ফরগটেন ট্রিজ’ সিনেমার জন্য অরিজ্জোন্তি বিভাগে সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন তিনি। ছবিটির প্রযোজক অনুরাগ কাশ্যপ। এদিন অনুপমা পুরস্কার নিতে হাজির হয়েছিলেন শাড়ি পড়ে।

উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগের সাত সদস্যের জুরিবোর্ডের নেতৃত্ব দিয়েছেন মার্কিন নির্মাতা অ্যালেক্সান্ডার পেইন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বিবৃতি চাই না- মব সামলা’ সরকারকে নির্মাতা নিপুন

‘বিবৃতি চাই না- মব সামলা’ সরকারকে নির্মাতা নিপুন দেশের আলোচিত নির্মাতা আশফাক নিপুন আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে…

সাবিনা ইয়াসমিনের প্রথম গানই জাতীয় সংগীত

সাবিনা ইয়াসমিনের প্রথম গানই জাতীয় সংগীত : ইতিহাস আর এক শিল্পীর শুরু বাংলা গান শুনলেই সাবিনা ইয়াসমিনের নাম চলে…

হাজার কোটি ছাড়ালো রাজামৌলি-প্রিয়াঙ্কার নতুন ছবির বাজেট

হাজার কোটি ছাড়ালো রাজামৌলি-প্রিয়াঙ্কার নতুন ছবির বাজেট ভারতীয় সিনেমায় ব্লকবাস্টার নির্মাতা হিসেবে এস এস…

ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ বিশ্বজুড়ে যখন গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে…
Exit mobile version