মুক্তির অপেক্ষায় আছে টালিউড সুপারস্টার দেবের নতুন সিনেমা ‘খাদান’। ছবিটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে এমন সময়ে একজন ভক্তের মন খারাপের কারণ হয়ে দাঁড়ান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, ‘খাদান’ সিনেমার প্রচারণার জন্য ৮ ডিসেম্বর দেব গিয়েছিলেন মধ্যমগ্রামে। অভিনেতা যে সেখানকার একটি শপিংমলে হাজির হবেন, খবরটি আগে থেকেই জানা ছিল ভক্তদের। এর ফলস্বরূপ, বেলা বাড়তেই শুরু হয় ভিড় জমা। সৃষ্টি হয় দেবভক্তদের বিশাল জনসমাগমের। তবে এই ভিড় নিয়েই ঘটে এক বিপত্তি।
সেই জনসমাগমের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দেবের একজন ভক্ত। যার নাম মোহনা। অভিমানী সুরে তিনি ক্যাপশনে লেখেন, ‘স্টারডম থাকা ভালো কিন্তু এরকম দরকার নেই। তুমি দেব না হয়ে অন্য কেউ হতে পারতে আমি ভালোবাসতাম তোমাকে। এরকম ইভেন্ট করার কি দরকার যেখানে তোমার ভক্তরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তোমাকে দেখতে অবধি পায় না। কাল চার ঘন্টা দাঁড়িয়ে থেকে হাত পা কেটে নিয়ে ফিরে এসেছি।’
মোহনার এমন ভোগান্তির পোস্টটি নজর এড়ায়নি দেবের। পোস্টটি নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করে ক্ষমা চেয়ে অভিনেতা ইংরেজিতে লেখেন, ‘খুবই দুঃখিত মোহনা এটার জন্য। পরের বার তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করব। খাদানকে সমর্থন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’
ভক্তের কষ্ট ও ভোগান্তি বুঝতে পেরে এমন বিনয়ী মনোভাব প্রদর্শন করায় দেব আরও একবার জয় করে নিয়েছেন তার অনুরাগীদের মন। বিষয়টি নিয়ে নেটিজেনদের অনেককেই লিখতে দেখা গেছে, দেব বলে কথা! এমনটা শুধু দেবই করতে পারেন। তাই তার জন্যই ভক্তদের নাকি ‘পরাণ যায় জ্বলিয়া রে’।
প্রসঙ্গত, ‘খাদান’ সিনেমাটি মুক্তি পাবে বড়দিনের ঠিক আগে ২০ ডিসেম্বর। দেব ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। আর ছবিটি পরিচালনা করেছেন সুজিত দত্ত।