২ ফেব্রুয়ারি জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে বলিউড অভিনেত্রী পুনম পান্ডে মা’রা গেছেন বলে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে তার হঠাৎ মৃ’ত্যুর খবরে ছিল ধোঁয়াশা। এবার সেই উত্তর দিলেন পুনম নিজেই। নিজের ইনস্টাগ্রাম থেকে লাইভে এসে স্বীকার করলেন তার ভুয়া মৃ’ত্যুর কথা।
নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও বার্তায় পুনম বলেন, “আমি ক্ষমা চাইছি, আমার জন্য যে অসুবিধা হয়েছে। কিন্তু আমার অভিপ্রায় ছিল সকলকে শক দেওয়ার, কারণ আমরা সার্ভিক্যাল ক্যানসার নিয়ে সচেতন নই। সেই কারণেই আমি মৃ’ত্যুর মিথ্যে নাটক করেছি। জানি হয়তো বিষয়টা বাড়াবাড়ি, কিন্তু এর জন্য হঠাৎ করে জরায়ু-মুখ ক্যানসার নিয়ে কথা বলছে।”
যাদের যত প্রশ্ন আছে সেই সব উত্তর দিতে আবার লাইভে আসার কথা বলে বিদায় নেন। পুনমের সচেতন করার ইচ্ছাটি সঠিক হলেও, তার এমন কান্ডে প্রচণ্ড কটাক্ষের শিকার হচ্ছেন নতুন করে।
উল্লেখ্য, ২০১৩ সালে ‘নাশা’ দিয়ে বলিউডে পদার্পণ পুনমের। কিন্তু অভিনয় দিয়ে খুব একটা ছাপ ফেলতে পারেননি তিনি। ২০১১ সালে ভারত বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলে নিজের কা’পড় খো’লার কথা বলে হইচই ফেলে দিয়েছিলেন পুনম পান্ডে। বেশ কিছুদিন আগে মালদ্বীপে শুটিং বাতিল করে চর্চায় উঠে এসেছিলেন পুনম। জানিয়েছিলেন দেশের প্রতি ভালোবাসার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।