বাংলাদেশের একটি রান্নার অনুষ্ঠানে অভিনেত্রী তারিন জাহানের পাশে দাঁড়িয়ে গরুর মাংস রান্না শিখে ওপার বাংলার হিন্দুধর্মালম্বীদের তোপের শিকার হয়েছেন কলকাতার সঞ্চালক সুদীপা চ্যাটার্জি। এই নিয়ে চিন্তিত সুদীপা দীর্ঘ দিন ছেলেকে স্কুলেও পাঠাচ্ছেন না বলে জানিয়েছেন।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টিভি নাইনের সাথে এক সাক্ষাৎকারে নানা বিধ হুমকি, আলচনা-সমালোচনার মাঝে কেমন আছেন? -এর উত্তরে সুদীপা জানিয়েছেন, ‘ভালো থাকার চেষ্টা করছি। এতদিন হয়ে গেল আজও আমার ছেলেটাকে স্কুলে পাঠাতে পারিনি। কিছু দিন পর হয়তো পাঠাতে পারব। পুলিশ খুব সাহায্য করছে। ওরা জানিয়েছে, নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে।’
সঞ্চালক আরও জানিয়েছেন, ‘তবুও ভয় হয়। স্কুলের ভিতরে কেমন অবস্থার মধ্যে পড়বে ছেলেটা! আমি ক্ষমা চেয়েও নিজের মনকে শান্ত করতে পারছি না।’
উল্লেখ্য, গেল ঈদুল আজহায় এই দেশের এই রান্নার অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন সুদীপা। এক পর্যায়ে কিছুতা মজা করে অভিনেত্রী তারিন ভুলবশত বলে ফেলেন, ‘সুদীপা আজকে তোমায় আমি গরুর মাংস রান্না করে খাওয়াব।‘এই অংশের ক্লিপটি ছড়িয়ে পড়ায় ভারতের হিন্দুধর্ম অনুসারীরা রীতিমতো আক্রমণ শুরু করে সঞ্চালক সুদীপার উপর। কেউ কেউ ধর্ষণ ও খুনের হুমকিও দিয়েছেন তাকে।