অভিনয় জগতের পাশাপাশি সংগীত জগতেও অনেক আগেই নাম লিখিয়েছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। গানের প্রতি এই অভিনেত্রীর ভালোবাসা নজরে পরে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ঘুরে দেখলেও। সেই ধারাবাহিকতায় বজায় রেখেই মিমি এবার গান গাইলেন টিএম রেকর্ডসের কর্ণধার কৌশিক হোসেন তাপসের সঙ্গে।
২৮ জানুয়ারি ‘মিমি চক্রবর্তী ক্রিয়েশন্স’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে মিমির গান ‘ভাল্লাগছে না’। এই গানের কথা, সুর ও সংগীতায়োজনে আছেন তাপস।
নতুন গানটি নিয়ে মিমি জানান, “ভাল্লাগছে না এমন একটি কথার গান, যেটা আমাদের বাঙালিদের সঙ্গে জুড়ে আছে। দারুণ এক্সাইটেড ছিলাম গানটা নিয়ে। এমন হয়েছে নিজে তো নয়ই, শ্রোতাদেরও আর অপেক্ষা করাতে ভাল্লাগছিল না। তাই প্রকাশ করে দিলাম। এটি আমার ভক্তদের জন্য নতুন বছরের উপহার।”
এদিকে মিমিকে শুভেচ্ছা জানিয়ে তাপস বলেন, “মিমি যেমন সু-অভিনেত্রী। ভালো মনের মানুষ, তেমনি গানটাও ভালো গান। তিনি টিএম ফ্যামেলিরই একজন। কলকাতায় গিয়ে আড্ডার ছলে গানটি তৈরি হয়।”
উল্লেখ্য যে, ‘ভাল্লাগছে না’ গানের সংগীতায়োজন ও মিক্স-মাস্টারিং করেছেন প্রত্যয় খান। এছাড়া মিমিকে মডেল বানিয়ে ভিডিও নির্মাণ করেছেন তুহিন।