অনন্য মামুন পরিচালিত প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ সিনেমায় শাকিব খানের ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন অভিনেতা নিজেই।
ভালোবাসার মাসে ‘দরদ’ মুক্তি পেছানো হলেও পুরোপুরি দর্শকদের হতাশ না করে ১৪ ফেব্রুয়ারি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শাকিব তার ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন। সকাল সাড়ে ১১টায় দরদের ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর পরই রীতিমতো ভাইরাল। ফার্স্ট লুকে শাকিব খানের ক্ষিপ্র দৃষ্টি নজর কেড়েছে সবার। হাত ও মুখে তাজা রক্তে মাখামাখি সাথে ঠোঁটে শিহরণ জাগানো বাঁকা হাসি।
ছবির কমেন্ট বক্স ভক্তরা ভরিয়ে দিচ্ছেন ভালোবাসায়। কেউ লিখেছেন, শুভকামনা। আবার কেউ লিখেছেন, জাস্ট লুকিং লাইক অ্যা ওয়াও। আবার কেউ জানিয়েছেন, ছবিটি দেখতে মুখিয়ে আছেন, তর সইছে না তাদের।
উল্লেখ্য, ‘দরদ’ একটি প্যান ইন্ডিয়ান সিনেমা যার পরিচালনায় ছিলেন নির্মাতা অনন্য মামুন। সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত সিনেমাটিতে শাকিব খানসহ আরও অভিনয় করেছেন সোনাল চৌহান, সাফা মারওয়া, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।