Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪

ভালোবাসার মন্ত্রণালয় থেকে ফারুকীর অভিনয়ে অভিষেক!

নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী । ছবিঃ ফেসবুক

চরকি’র ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টটি উত্তেজনার পারদ যেন দিন দিন বাড়িয়েই যাচ্ছে। একের পর এক ‘নেভার সিন বিফোর’ জুটি উপহারের মাধ্যমে দিচ্ছেন সব চমক। আর এবারের জুটি তো সবার কল্পনারও বাহিরের!

বাস্তব জীবনের জুটি এবার পর্দায় একসাথে আসতে যাচ্ছে! কথা হচ্ছে ‘মিনিস্ট্রি অব লাভ’-এর তত্ত্বাবধানের দায়িত্বে থাকা মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও তার সহধর্মিণী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে। হ্যাঁ, চরকি’র ভালবাসার মন্ত্রণালয়ের মাধ্যমেই নির্মাতা ফারুকীর অভিষেক হতে যাচ্ছে অভিনেতা হিসেবে। জুটি বেঁধেছেন বাস্তবের লাইফ পার্টনার তিশার সাথেই।

৩০ আগস্ট নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ফারুকী প্রকাশ করেছেন ‘মিনিস্ট্রি অব লাভ’-এর তার দ্বিতীয় সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ওরফে ‘অটোবায়োগ্রাফি’-র কিছু স্থিরচিত্র। যার মাধ্যমে অভিনেতা হিসেবে তার প্রথম ঝলক প্রকাশ পেলো। একদিকে ফারুকী গুরুগম্ভীর লুকে, অপরদিকে তিশার ছবিতে তিশাকে দেখা যাচ্ছে তার চিরচেনা অমলিন হাসিতে।

ফারুকী তার পোস্টে লিখেন, “গত পঁচিশ বছর ধরে কাজ করছি। নানা রকম গল্প বলার চেষ্টা করেছি। সেগুলোর একেকটা একেক রকম ভাবে মানুষকে স্পর্শ করেছে। কোনোটা বেশী, কোনোটা হয়তো কম। অভিনয় কেমন হওয়া উচিত, কোন গল্প বলা জরুরী- এইসব নিয়ে সারাক্ষণই নিরীক্ষা করার চেষ্টা করেছি। কিন্তু যে কাজটা কখনোই করার চেষ্টা করিনি, সেটা হলো অভিনয়।“

তিনি আরও যোগ করেন, “’অটোবায়োগ্রাফি’ ছবিটা লেখার সময় থেকেই আমি এবং তিশা দুইজনই জানি এখানে আমাদের দুইজনকেই অভিনয় করতে হবে। প্রথম দিকে এটা নিয়ে আমার মধ্যে ইতস্তত ভাব ছিলো। কারণ অভিনয় একটা ভালনারেবল কাজ। আর এই গল্পে অভিনয়তো আরো ভালনারেবল ব্যাপার। রেদওয়ান রনি গল্প শোনার পর বললো, বস, এই ক্যারেক্টার আপনাকেই করতে হবে।“

পরবর্তীতে তিশা থেকে ভরসা পেয়ে তিনি তার অভিনয়ের যাত্রা শুরু করেন বলে উল্লেখ করেছেন ফারুকী। এর মাধ্যমে ভক্তদের প্রত্যাশা বেড়ে এবার আকাশ ছুঁই ছুঁই। হতাশও হবেন না বলেই আশা বাঁধছেন সবাই। বাস্তব জীবনের ফারুকী-তিশা জুটির পর্দার কেমিস্ট্রি দেখার অপেক্ষার প্রহর গোনা শুরু হয়ে গেলো সবার। 

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

যেভাবে তৈরি হলো ‘তুফান, খুব ভয় পাইছি রে!’

প্রেক্ষাগৃহের তাণ্ডব চালিয়ে বর্তমানে জনপ্রিয় ওটিটি প্যাটফর্ম প্ল্যাটফর্ম চরকি ও হইচইয়ে চলছে সুপারহিট সিনেমা…

টিজারে যে বার্তা দিলো ‘স্কুইড গেম টু’ 

চলতি বছরেই আসছে বিশ্বের জনপ্রিয় ওয়েব সিরিজ স্কুইড গেমের দ্বিতীয় কিস্তি। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ‘স্কুইড গেম…
Exit mobile version