‘দ্য বুল’ সিনেমা দিয়ে দীর্ঘ ২৫ বছর পর একসাথে কাজ করতে যাচ্ছিলেন সালমান ও করণ । কিন্তু সিনেমার গল্প ও বর্তমান ভারত-মালদ্বীপ সংঘাতের মাঝে মুক্তি দেওয়া সম্ভব হবে না বলে ফেব্রুয়ারি মাসে ছবির শুটিং শুরুর প্রস্তুতি নিয়েও, স্থগিত করা হয়েছে ছবির প্রথম শিডিউলের শুটিং।
সূত্রের খবরে, ‘দ্য বুল’ সিনেমার গল্প এগিয়েছে ইন্ডিয়ান আর্মির অপারেশন ক্যাকটাস নিয়ে, যেখানে মালদ্বীপকে সন্ত্রাসবাদী হামলা থেকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল ভারত।
বর্তমানে চলমান ভারত-মালদ্বীপ সংঘাতে এই সিনেমার চিত্রনাট্য নিয়ে ফের আলোচনা শুরু করেছেন টিম ‘দ্য বুল’ । পরিস্থিতি বুঝে গল্পে পরিবর্তন আনা হতে পারে বলেও জানা গেছে।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ ভ্রমণের ছবি ভাইরাল হওয়ার পর ভারতীয় সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা ও নরেন্দ্র মোদিকে নিয়েও বিদ্রূপ করেন মালদ্বীপের একাধিক নেতা-মন্ত্রী। যার প্রেক্ষিতেই প্রতিবাদের ঝড় ওঠে।