ঘরের মাঠের বিশ্বকাপে শিরোপার জন্য লড়ছে ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেই সুবাদে গ্যালারিতে দেখা মিলেছে ভারতের চেনা মুখদের। তারা বসে, প্রার্থনায় সময় কাটাচ্ছেন।
প্রায় দেড় মাসের ব্যাটে বলে লড়াইয়ের পর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের। তাইতো দেশের মাটিতে ভারতকে সমর্থন জানাতে হাজির হয়েছে বলিউডের কিং খান শাহরুখ, আনুশকা শর্মা, আথিয়া শেঠি, দিপিকা-রণবীর জুটি সহ আরও অনেকে।
বিসিসিআই’য়ের আমন্ত্রণে এসেছেন ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনি। সাথে আছেন শচীন টেন্ডুলকারও।