২০২৫ সালের জানুয়ারি মাসে ভারতে পারফর্ম করতে চলেছে শ্রোতাপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। এই কনসার্ট নিয়ে ভক্তদের উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলেছে। তাদের উন্মাদনা আরও বাড়িয়ে দিতে এবার নতুন ঘোষণা দিল ব্যান্ডটি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার তথ্যানুযায়ী, টিকিট নিয়ে উন্মাদনার মাঝেই ভারতের মুম্বাইতে তৃতীয় কনসার্টের ঘোষণা দিয়েছে কোল্ডপ্লে। এর আগে জানা গিয়েছিল, আট বছর পর ২০২৫ সালের ১৮ জানুয়ারি দ্বিতীয়বারের মত মুম্বাইতে গাইবেন তারা। ১৮ ও ১৯ জানুয়ারি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দুটি কনসার্ট।
এবার নতুন ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালের ২১ জানুয়ারি মুম্বাইতেই অনুষ্ঠিত হবে কোল্ডপ্লে ব্যান্ডের তৃতীয় কনসার্ট। কোল্ডপ্লে তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এ ঘোষণা দিয়েছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের জানুয়ারি মাসে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য কোল্ডপ্লে-র কনসার্টের টিকিট বিক্রির দায়িত্বে আছে বুক মাই শো ওয়েবসাইট। পূর্ব ঘোষণা অনুযায়ী, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। আট বছরের অপেক্ষার প্রহর শেষ হতে এদিন সকাল থেকেই ফোন হাতে নিয়ে অপেক্ষা করছিলেন ভক্তরা। একসঙ্গে এতো মানুষ বুক মাই শো’র ওয়েবসাইটে চেক ইন করায় টিকিট বিক্রি করা শুরু হওয়ার আগেই ক্র্যাশ করে ওয়েবসাইটটি। তবে কিছুক্ষণের মাঝেই ঠিক করা হয় সমস্যা।
ওয়েবসাইট ক্র্যাশ করার ঘটনার মাধ্যমে কোল্ডপ্লে-র ভক্তরা যেন আবারও জানান দিয়েছেন তাদের উত্তেজনার বিষয়টি। ‘মিউজিক অফ দ্য স্ফেয়ার্স’, ‘উই প্রে’, ‘ইয়ালো’, ‘ফিক্স ইউ’, ‘ভিভা লা ভিদা’-র মতো ম্যাজিকাল গানগুলো লাইভ কনসার্টে উপভোগ করার সুযোগ তারা কোনোভাবেই মিস করতে চান না।
এবার ব্যান্ডটির তৃতীয় কনসার্টের ঘোষণা আসায়, আর বলার অপেক্ষা রাখে না পছন্দের শিল্পীর গান সরাসরি উপভোগ করতে কেমন উদগ্রীব হয়ে উঠবেন কোল্ডপ্লে ভক্তরা!