বাংলাদেশি গায়ক সৈয়দ অমি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের সিনেমায় প্লেব্যাক করছেন । ‘আড়ি’ সিনেমার ‘মরুভূমি’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর আগে দুই চাক্কার সাইকেল গান করে পরিচিতি পেয়েছেন এই গায়ক।
‘আড়ি’ সিনেমাটি পরিচালনা করেছেন জিৎ চক্রবর্তী। লিংকন রায় চৌধুরীর কথা ও সুরে মিউজিক প্রোগ্রামিং করেছেন কেডি।
সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন যশ ও নুসরাত জাহান। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৫ এপ্রিল।
ওপার বাংলার সিনেমায় সুযোগ পেয়ে বেশ আনন্দিত সৈয়দ অমি। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি দেশীয় গণমাধ্যমকে বলেন, ‘গত ১৮ মার্চ গানটির ভয়েস পাঠাই। তবে কাউকে বলিনি। গতকাল বুধবার সিনেমার ট্রেলার প্রকাশের পর ব্যাকগ্রাউন্ডে গানটি শুনে নিশ্চিত হই, সিনেমায় আসছে। লিংকন দাদাও আমাকে জানিয়েছেন, গানটি টিমের সবাই পছন্দ করেছেন’।
‘আড়ি’ সিনেমাটি একজন মা ও তার ছেলের গল্প। যেখানে মা চরিত্রে দেখা যাবে মৌসুমী চ্যাটার্জিকে। ছবিতে ছেলের চরিত্রে রয়েছেন যশ। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে যশ ও নুসরাতের প্রযোজনা সংস্থা ওয়াইডি ফিল্মস।
উল্লেখ্য, ভিউয়ের দিক থেকে ২০২৪ সালের সেরা ১০ গানের তালিকায় জায়গা করে নিয়েছিল সৈয়দ অমির ‘মাতাল’, আলোচনায় ছিল তার আরেক গান ‘দুই চাক্কার সাইকেল’। চলতি বছরের শুরুতে গায়কের মুক্তি পাওয়া ‘পরি পাইছি রে’ গানটিও সাড়া ফেলে। টানা দুই সপ্তাহের বেশি গানটি ট্রেন্ডিংয়ে ১ নম্বরে ছিল। সবশেষ প্রকাশ পেয়েছে গায়কের ‘বেবি রিলস বানারে, আমি হবো ক্যামেরাম্যান’। এই সব গানের সূত্রধরেই তিনি পৌঁছে গেছেন আরেক উচ্চতায়।