প্রথমবারের মতো ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হতে যাচ্ছেন বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
২৫ জানুয়ারি রাতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবারের ‘পদ্ম’ পুরস্কারের জন্য মনোনীত ১৩২জন বিশিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করেছে। তাদের ১১০জন পদ্মশ্রী সম্মাননা প্রাপ্তদের একজন রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা।
২৫ জানুয়ারি রাতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবারের ‘পদ্ম’ পুরস্কারের জন্য মনোনীত ১৩২জন বিশিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করেছে। তাদের ১১০জন পদ্মশ্রী সম্মাননা প্রাপ্তদের একজন রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা।
এই সম্মান প্রাপ্তিতে নিজের উচ্ছাস প্রকাশ করে বন্যা জানান, “সত্যিই দায়িত্বটা অনেক বেড়ে গেল। এখন যে সম্মান ও স্বীকৃতি দেওয়া হলো, তার যোগ্য যেন হয়ে উঠতে পারি। আগামীতে ভালোভাবে যেন সব কাজ করতে পারি। সবাই আমার জন্য যেন দোয়া করেন।” তিনি আরও জানান, “ভারতীয় হাইকমিশনার সাহেব নিজেই ফোন করে আমাকে জানিয়েছেন। বিশ্বাস-অবিশ্বাসের একটা ব্যাপার ছিল। আমি হাইকমিশনার সাহেবকে বলেছি, ‘ইউ মাস্ট বি জোকিং।’ তখন তিনি হেসে বলেছিলেন, ‘নো আই অ্যাম নট জোকিং। আই অ্যাম সিরিয়াস। ইউ হ্যাভ ওনড ইট।’ এই কথাটা আমার জীবনের অনেক বড় একটা পাওয়া।”
উল্লেখ্য, রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসংগীতে অসামান্য অবদানের জন্য পেয়েছেন নানান পুরস্কার ও সম্মাননা। ২০১৬ সালে তিনি অর্জন করেন বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘স্বাধীনতা পদক’। দেশের বরেণ্য এই শিল্পীর ‘পদ্মশ্রী’ পুরস্কার অর্জন, কেবল তার নিজের নয়, বাংলাদেশের জন্য গর্বের।