ফিল্মফেয়ার পুরস্কার বলিউডের শিল্পী, নির্মাতা এবং কলাকুশলীদের সম্মান জানিয়ে আসছে সাত দশক ধরে। সম্প্রতি এই পুরস্কারের পরিধি বাড়ানো হয়েছে, এতে ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য আলাদা আয়োজন শুরু হয়েছে। ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’-এর মাধ্যমে এবার বাংলা সিনেমাকে বিশেষ সম্মান দেওয়া হচ্ছে। এবারের আয়োজনটি ১৮ মার্চ কলকাতায় অনুষ্ঠিত হবে।
২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সেরা সিনেমাগুলো বেছে নেওয়া হবে এই পুরস্কারে। টালিউডে বাংলাদেশের অভিনয়শিল্পীরা নিয়মিত কাজ করে থাকেন, তাই জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার মনোনয়ন তালিকায়ও স্থান পাচ্ছেন তারা। গত বছর তালিকায় পাঁচজন বাংলাদেশি শিল্পী ছিলেন, তবে এবার সেই সংখ্যা কমেছে। গতকাল প্রকাশিত জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫-এর মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তিন তারকা: জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। আসুন, দেখে নেওয়া যাক, কোন শিল্পী কোন সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন।
মোশাররফ করিম
চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিম উভয়েই সেরা অভিনেতা (সমালোচক) বিভাগে মনোনয়ন পেয়েছেন। মোশাররফ করিম এই মনোনয়ন পেয়েছেন ‘হুব্বা’ সিনেমায় অভিনয়ের জন্য, যেখানে তিনি হুব্বা শ্যামল নামের এক গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন। ব্রাত্য বসুর পরিচালনায় তৈরি এই সিনেমাটি তার অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছে। এই বিভাগে মোশাররফ ও চঞ্চলের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন আবির চট্টোপাধ্যায় (বাদামি হায়েনার কবলে), অঞ্জন দত্ত (চালচিত্র এখন), চন্দন সেন (মানিকবাবুর মেঘ) এবং পরাণ বন্দ্যোপাধ্যায় (বেলাইন)।
জয়া আহসান
দীর্ঘ সময় ধরে টালিউডে কাজ করার কারণে প্রায় প্রতিবছরই জয়া আহসানের নাম ফিল্মফেয়ার মনোনয়ন তালিকায় থাকে। গত বছর তিনি ‘দশম অবতার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী এবং ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন এবং অর্ধাঙ্গিনীর জন্য পুরস্কারও জিতেছিলেন। এ পর্যন্ত ফিল্মফেয়ার থেকে চারবার পুরস্কৃত হয়েছেন জয়া। এবার তিনি ‘বহুরূপী’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন। তার সঙ্গে এই বিভাগে মনোনয়ন পেয়েছেন অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানী মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) এবং শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)।
চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী তার ক্যারিয়ার শুরু করেছিলেন প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ দিয়ে। সৃজিত মুখার্জির পরিচালনায় এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে তিনি এবারের জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন। তবে তিনি মূল বিভাগে না গিয়ে সমালোচক বিভাগের মনোনয়ন পেয়েছেন।