গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি হয়। এর পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। সেই উত্তেজনার সূত্রধরে গতকাল মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারত এই হামলার নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।
পাকিস্তানের সামরিক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন এই হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ হামলার পর ভারতের প্রশংসা করছেন বলিউড তারকারা আর ‘কাপুরুষতা’ বলছেন পাকিস্তানি তারকারা।
ভারতের এ হামলাকে ‘কাপুরুষতা’ হিসেবে চিহ্নিত করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান ও হানিয়া আমির। ভারতের সামরিক এই আগ্রাসনের সমালোচনা করে লেখিকা ফাতিমা ভুট্টোর পোস্ট করা একটি টুইট শেয়ার করেন মাহিরা, ইনস্টাগ্রাম স্টোরিতে এক হৃদয়গ্রাহী বার্তায় তিনি লিখেছেন, ‘কাপুরুষ!!! আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন, বিবেক জাগ্রত হোক। আমিন।’
অভিনেত্রী হানিয়া আমির তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমার কাছে এখন কোনও অভিনব শব্দ নেই। আছে শুধু রাগ, বেদনা এবং ভারী হৃদয়। একটি শিশু মারা গেছে। পরিবার ভেঙে গেছে। কিসের জন্য? এভাবে কাউকে রক্ষা করা যায় না। সহজ এবং সরলভাবেই এটা একটা নিষ্ঠুরতা । আপনি নিরীহ মানুষদের উপর বোমা মেরে এটাকে একটা কৌশল বলতে পারেন না। এটা শক্তি নয়। এটা লজ্জাজনক। এটা কাপুরুষতা। আর আমরা এটা দেখে নিব”।