১৩ অক্টোবর দেশজুড়ে ১৫৩ টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মুজিব: একটি জাতির রূপকার’।
মুক্তির এক সপ্তাহ না যেতেই ছবিটির প্রেক্ষাগৃহের সংখ্যা দাঁড়ায় ১৬১। দর্শকের বিপুল আগ্রহের কারণে দ্বিতীয় সপ্তাহে সেই সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৬৪টি প্রেক্ষাগৃহে।
দেশে যখন চলছে ‘মুজিব’-যাত্রা, তখন ভারতেও শুরু হয়ে গেছে ছবির প্রচারণা। দেশটিতে আসন্ন ২৭ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। পর্দার বঙ্গবন্ধু আরিফিন শুভ তার সোশ্যাল মিডিয়ায় জানান, ভারতে হিন্দি ও বাংলা দুটি ভাষায় মুক্তি পাবে ছবিটি।
বহুল প্রতীক্ষিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির পর সাধারণ দর্শকদের পাশাপাশি দেশের তারকারাও বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। সিনেমাটি দেখে আবেগাপ্লুত হয়েছেন প্রায় সকলেই।