কলকাতার প্রেক্ষাগৃহে ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমার পাশাপাশি পাল্লা দিয়ে চলছে অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। এই সিনেমায় মিথিলার অভিনয়ের প্রশংসায় ভাসছেন ভারতীয় সমালোচকেরা।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নিয়ে লেখা হয়েছে, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একটু-একটু করে গল্প এগোতে থাকে শেষ দৃশ্যের দিকে, যেখানে পৌঁছে দর্শক জানতে পারে, প্রকৃত অপরাধী কে? সেটাই এই ঘরানার ছবির সবচেয়ে বড় চমক। ছবিতে পরিচালক ও কলাকুশলীরা অক্লান্ত পরিশ্রম করে এমনই একটা গোয়েন্দা গল্প বলার চেষ্টা করেছেন, কিন্তু উপযুক্ত চিত্রনাট্য ও প্রয়োজনীয় যুক্তির প্রতি মনে হয় আরও একটু যত্ন নেওয়া যেত। এই ধরনের ছবিতে সংলাপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। কিন্তু, ছবির কিছু দৃশ্যে অতিরিক্ত আবার কিছু দৃশ্যে অপ্রয়োজনীয় সংলাপ নাটকের ধারটাকেই যেন কমিয়ে দেয়। চিত্রনাট্যের সহজ সরল গতির সঙ্গে তীক্ষ্ণ এবং প্রয়োজনীয় সংলাপ ছবির নাটকীয় সংঘাতগুলিকে বোধ হয় আরও জোরালো করতে পারত।
মিথিলার অভিনয়ের প্রশংসা করে বিশেষ ভাবে পত্রিকাটি লিখেছে, ছবিতে অভিনেতারা চরিত্র অনুযায়ী ভালো কাজ করার চেষ্টা করেছেন। দেবযানীর চরিত্রে মিথিলা এবং অরণ্যর সহকারীর চরিত্রে সায়ন ঘোষের অভিনয় নজর কাড়ে। মিথিলা স্বাভাবিক সুন্দরী, তার চড়া মেকআপের প্রয়োজন ছিল না। তবে অভিনয়ে তিনি সাবলীল।